ETV Bharat / entertainment

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ'

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 10:32 AM IST

29th KIFF 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে পার্নো মিত্র অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ' ৷ ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন এই টলি অভিনেত্রী ৷

Parno Mittra debut Hindi film
পার্নো মিত্র অভিনীত প্রথম হিন্দি ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

কলকাতা, 10 ডিসেম্বর: চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম' বিভাগের প্রতিযোগী চন্দন রায় সান্যালের হিন্দি ছবি 'সুজি কিউ' (Suzie Q)। 105 মিনিটের এই ছবিটি দেখানো হল 9 ডিসেম্বর নন্দন 2-এ দুপুর 1টা 30 মিনিটে । এরপর 10 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে দেখানো হবে দুপুর 1টা 30 মিনিটে । ছবির বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনে হাজির হন পরিচালক চন্দন রায় সান্যাল, অভিনেত্রী পার্নো মিত্র ও প্রযোজক সঞ্জয় পাল । এই ছবিতে অভিনয় করেছেন পার্নো মিত্র, চন্দন রায় সান্যাল, প্রকাশ ঝাঁ, জয় ফার্নান্দেজ প্রমুখ ।

চন্দন রায় সান্যাল অভিনেতা তথা পরিচালক । নাটকের মঞ্চ থেকে সিনেমায় এসেছেন তিনি । এর আগে বুদ্ধদেব দাশগুপ্তর উড়োজাহাজ' সিনেমায় চন্দন রায় সান্যালের বিপরীতে অভিনয় করেছেন পার্নো । সেই ছবিও দেখানো হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । পার্নো বলেন, 'এটা আমার প্রথম হিন্দি ছবি । চন্দনের সঙ্গে আমি আগেও কাজ করেছি ৷ দারুণ অভিজ্ঞতা । গতকালই 'বনবিবি' দেখানো হল । একইসঙ্গে 'সুজি কিউ' দেখানো হল । দুটো একেবারে দু'রকমের ছবি । বাংলা আমাকে শুধু একই ধরনের কাজ করায় । গ্রাম্য মেয়ের চরিত্র অনেকদিন ধরে করে চলেছি । 'সুজি কিউ' একেবারেই আলাদা । চন্দন সব কিছু অন্যরকমভাবে ভাবে আমি সেটা জানি । নাটকের স্ক্রিপ্ট লেখার সময়েও কোথায় যেন হারিয়ে যায় । আমি জানতাম 'সুজি কিউ' একেবারে আলাদা কিছু হতে চলেছে । আর সেটাই হয়েছে ।"

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি

পার্নো আরও বলেন, "'বনবিবি' এবং 'সুজি কিউ'-এর শুটিং একই সময়ে হয়েছে । 15 দিন 'বনবিবি' আর 15 দিন 'সুজি কিউ'-এর শুটিং করেছি । দুটো চরিত্রকে একইসঙ্গে করা বেশ চ্যালেঞ্জিং ছিল ।"

আরও পড়ুন:

  1. কলকাতা চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি ছবি 'নোনা পানি', সিনেপ্রেমীদের জন্য ওয়ার্ল্ড প্রিমিয়ার 9 ডিসেম্বর
  2. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  3. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.