ETV Bharat / entertainment

'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 1:27 PM IST

Etv Bharat
বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্মের তালিকা

2023 Best Bengali Web Series & Movie: বেশ কিছুটা সময় বাংলা ছবির পাশে দাঁড়ানো নিয়ে সরব হয়েছিল টলিপাড়া ৷ 2023-এ তার প্রভাব বড়রকম নজরে পড়েছে ৷ একদিকে ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক হিট সিরিজের পাশাপাশি, বক্সঅফিসে অনেকগুলি ছবি ছাপ ফেলেছে ৷ বছরশেষে একনজরে রইল, তারই সুলুকসন্ধান ৷

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: বছর শেষের পথে ৷ ভালো-মন্দ মিশিয়ে টলিউডে অনেক ছবি ও ওয়েব সিরিজ দাগ কেটেছে দর্শক মনে ৷ এক নজরে ফিরে দেখা যাক সেরা পাঁচটি ওয়েব সিরিজ ও ফিল্মের তালিকায় জায়গা করে নিয়েছে কারা ৷

শিকারপুর- বড়পর্দায় যখন ভাগ্য ফেরাতে ব্যর্থ হচ্ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, তখন তাঁর ঝুলিতে এসে পড়ে নির্ঝর মিত্রের 'শিকারপুর' ৷ ফেলুদা-ব্যোমকেশের ভিড়ে দর্শক পেল এক নতুন গোয়েন্দা কেষ্টকে ৷ নীলাঞ্জন চক্রবর্তী ও সায়ক রায় লেখার বুননে ক্রাইম থ্রিলার এই সিরিজ অঙ্কুশের অভিনয় জীবনের অন্যতম অঙ্গ হয়ে থাকবে ৷ 6 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয় এই সিরিজ ৷ অঙ্কুশের পাশাপাশি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের অনবদ্য অভিনয় এই সিরিজকে আরও বিনোদনমূলক করে তুলেছে ৷

ইন্দু 2- সায়ন্তন ঘোষাল পরিচালিত রহস্য গল্প 'ইন্দু' দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ ইন্দ্রাণীর পান পাতায় বিষ কে মিশিয়েছিল, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ 20 জানুয়ারি হইচইতে মুক্তি পায় জনপ্রিয় ওয়েব সিরিজ 'ইন্দু 2' ৷ সাহানা দত্ত নির্মিত ও অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত 'ইন্দু 2' রহস্যের জট অনেকখানি খুলতে সাহায্য করে ৷ রহস্যের সমাধান হবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে সিজন-3 পর্যন্ত ৷ ইশা সাহা, সুহোত্র মুখোপাধ্যায়, মিমি দত্ত, পায়েল দে, মানালি দে, যুধজিৎ সরকার অভিনীত এই সিরিজ বছরের শুরুটা ভালোই করে ৷

ইন্দুবালা ভাতের হোটেল- কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে দেবালয় ভট্টাচার্য ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন 'ইন্দুবালা ভাতের হোটেল' ৷ যাঁরা এই গল্প পড়েছেন তাঁরা জানেন, কিন্তু যাঁরা পড়েননি তাঁরা এই সিরিজ দেখে অভিভূত হয়ে যান ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিজ 2023 সালের অন্যতম একটি সিরিজ ৷

ডাকঘর- মিষ্টি প্রেমের গল্প বললে অবশ্যই বলতে হয় অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর' সিরিজের কথা ৷ দ্বিতিপ্রিয়া রায়, সুহোত্র মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক অভিনীত ডাকঘর 2023 সালের অন্যতম ওয়েব সিরিজের মধ্যে একটি ৷

আবার প্রলয়- 10 বছর পর পরিচালক রাজ চক্রবর্তী ফিরিয়ে আনেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তকে ৷ 2013 সালে বড় পর্দায় মুক্তি পায় 'প্রলয়' ৷ সমাজকর্মী ও শিক্ষক বরুণ বিশ্বাসের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি 2023 সালের অগস্টে ফিরে আসে নতুন চমক নিয়ে ৷ রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত 'আবার প্রলয়' ওয়েব সিরিজ সাড়া ফেলে দর্শক মহলে ৷

এছাড়াও সেরা ওয়েব সিরিজের তালিকায় রয়েছে 'পর্ণশবরীর শাপ', 'সম্পূর্ণা: সিজন 2', সৃজিত মুখোপাধ্যায়ের 'দূর্গ রহস্য' ৷ ওটিটি প্ল্যাটফর্মে সেরা 5টি সিরিজের পাশাপাশি নজর দেওয়া যাক, সেটা পাঁচটি ছবির দিকেও ৷ 2023-এর শুরু থেকে এখনও পর্যন্ত যে ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ও দর্শকমনে দাগ কেটেছে, এক নজরে দেখে নেওয়া যাক তালিকায় থাকছে কোনগুলি ৷

আবার বিবাহ অভিযান- জানুয়ারি থেকে মার্চের মধ্যে অনেকগুলি বাংলা ছবি মুক্তি পেলেও সিনেপ্রেমীদের চর্চায় আসে সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' ৷ অঙ্কুশ হাজরা, নুসরত ফারিয়া, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত কমেডি-ড্রামা ছাপ ফেলে বক্সঅফিসেও ৷

অর্ধাঙ্গিনী- সম্পর্কের টানাপোড়েন নিয়ে অনেক ছবির সাক্ষী থেকেছে টলিউড ৷ তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অর্ধাঙ্গিনী' বক্সঅফিসে ভালো প্রভাব ফেলে ৷ চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও কৌশিক সেন অভিনীত অর্ধাঙ্গিনী 2023 সালের অন্তম ছবিগুলির মধ্যে একটি ৷

ব্যোমকেশ ও দুর্গ রহস্য- ফেলুদা আর ব্যোমকেশ চরিত্র রহস্যপ্রেমী বাঙালিদের কাছে নস্টালজিয়ার জায়গা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে দেবের ব্যোমকেশ হওয়ার জার্নিতে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে ৷ অবশেষে সব বাধা পেড়িয়ে বিরসা দাশগুপ্তের পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছাপ ফেলে দর্শক মনে ৷

রক্তবীজ- পুজোর আবহে মুক্তি পায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' ৷ উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিতে অনেকদিন পর পর্দায় ফেরেন প্রখ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ৷ অনুসূয়া মজুমদারের সঙ্গে যোগ্য সঙ্গত দেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীও ৷ অভিনয় ও বক্সঅফিসের দিক থেকে সেরা ছবির তালিকায় রাখতেই হয় রক্তবীজ ৷

দশম অবতার- সৃজিতের মুখোপাধ্যায়ের 'দশম অবতার' এই বছরের অন্যতম ছবির মধ্যে একটি ৷ সিনেপর্দায় পরিচালক ফিরিয়ে আনেন 'বাইশে শ্রাবণ' ছবির জনপ্রিয় দুটি চরিত্র প্রবীর রায় চৌধুরী ও পুলিশ অফিসার বিজয় পোদ্দারকে ৷ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে দশম অবতার ছবিতে নজর কাড়েন যীশু সেনগুপ্ত ও জয়া আহসান ৷

আরও পড়ুন

1. সিলভার স্ক্রিনে পা রাখলেন বিটাউনের 'স্টারকিড'রা, কেমন ছিল সেই জার্নি, ফিরে দেখা 2023

2. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?

3. 'কাবুলিওয়ালা' চোখে জল এনেছে, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.