ETV Bharat / entertainment

Koffee With Karan: অনন্যার আছে 'নাইট ম্যানেজার', অজয়ের শত্রু খোদ করণ; বলিউডের 'বিটারসুইট' গল্প কফি কাউচে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 7:59 PM IST

বিনোদন আর হাঁড়ির খবর নিয়ে তৈরি বলি তারকারা ৷ অপেক্ষা শুধু করণের সঙ্গে কফি কাউচে বসার ৷ কফি উইথ করণ সিজন 8 হতে চলেছে আরও সিজলিং আরও হট ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 4 নভেম্বর: শুরু থেকেই শো জমিয়ে দিয়েছেন সঞ্চালক তথা পরিচালক করণ জোহর ৷ কফি উইথ করণ সিজন 8-এর প্রথম দুটি পর্ব গসিপ থেকে শুরু করে বিতর্ক ও বিনোদনের অফুরন্ত যোগান দিয়ে গিয়েছে ৷ ফলে কফি কাউচে অনান্য বলি তারকাদের দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরাও ৷ গরম কফিতে চুমুক দিতে আর করণের প্রশ্নবাণের মুখে পড়তে কারা আসছেন সামনে এসেছে তারই ঝলক ৷

সোশাল মিডিয়ায় করণ একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যেখানে প্রতি বৃহস্পতিবার বিনোদনের রসদ নিয়ে কারা উপস্থিত হচ্ছেন করণের অতিথি হয়ে তারই খোলাসা করা হয়েছে ৷ করণ ক্যাপশনে লিখেছেন, "আরও অনেক কিছু ঘটতে চলেছে ৷ সেই সব কিছুই হবে কফি কাউচে ৷" কী দেখা গেল সেই ভিডিয়োতে? সারা আলি খান, রোহিত শেট্টি, অজয় দেবগণ, অনন্যা পাণ্ডে, রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে কাজল, আলিয়া ভাট, করিনা কাপুর খান একাধিক তারকা আসতে চলেছেন এই সিজনে ৷

প্রোমোতে অনেক গসিপ ইতিমধ্যেই স্বীকৃতিও পেয়েছে ৷ এই যেমন ধরা যাক, অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুরের প্রেম নিয়ে বলিউডে দীর্ঘ গুঞ্জন চলে আসছে ৷ কিন্তু দুই তারকাই মুখে এঁটেছেন কুলুপ ৷ কিন্তু হাটে হাঁড়ি ভাঙলেন অনন্যার প্রিয় বন্ধু সারা আলি খান ৷ করণ প্রশ্ন করেন, অনন্যার কী আছে, যা সারার নেই? জবাবে সারার স্পষ্ট উত্তর, অনন্যার আছে নাইট ম্যানেজার ৷ বলার অপেক্ষা রাখে না, আদিত্যর সঙ্গে যে অনন্যার প্রেম যে জমে ক্ষীর ৷

আরও পড়ুন: নীতা অম্বানি থেকে দীপিকা, লেন্সবন্দি তারকাদের সঙ্গে কে এই ওরহান অত্রামানি?

অন্যদিকে, অজয় দেবগণকে প্রশ্ন করা হয়, বলিউডে তাঁর শত্রু কে ? সিংঘম অভিনেতা জানিয়ে দেন, কোন একটা সময়ে করণই ছিল তাঁর সবচেয়ে বড় শত্রু ৷ সব মিলিয়ে প্রোমোই যদি এত চমক থাকে, তাহলে কফি উইথ করণের প্রতিটা এপিসোড কোন স্তরের বাওয়াল আনতে চলেছে, তা অনুমান করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.