ETV Bharat / entertainment

বাংলা ছবিতে কাজ করতে চান, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ইচ্ছে প্রকাশ মনোজ বাজপেয়ীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:57 PM IST

Updated : Dec 11, 2023, 8:46 PM IST

Manoj Bajpayee at KIFF: প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী জানিয়ে দিলেন যে, তিনি বাংলা ছবিতে অভিনয় করতে আগ্রহী ৷ এ দিন সাংবাদিক সম্মেলনে তিনি আর কী কী বললেন, তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Manoj Bajpayee at KIFF
কলকাতা চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ী

বাংলা ছবিতে কাজ করার ইচ্ছেপ্রকাশ মনোজ বাজপেয়ীর

কলকাতা, 11 ডিসেম্বর: এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির মনোজ বাজপেয়ী । আর সেখান থেকেই তিনি জানিয়ে দিলেন বাংলা ছবিতে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের কথা ৷ জানালেন, অন্যান্য ভাষার ছবির মতোই চুটিয়ে বাংলা ছবিও দেখেন ৷

29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর সপ্তম দিনে নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসে সিনেমা, থিয়েটার এবং ওয়েব সিরিজ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন মনোজ বাজপেয়ী । একাধিক হিন্দি, তামিল এবং তেলুগু ভাষার ছবিতে কাজ করেছেন তিনি । বাংলা ছবির জন্য অফার পেলে তিনি রাজি আছেন কি না জানতে চাইলে অভিনেতা বলেন, "তামিল, তেলুগুর থেকে অনেক সহজ বাংলা ভাষা । তাই বাংলা ভাষার সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে, যদি কোনও পরিচালক আমাকে সুযোগ দেন ।"

বাংলা সিনেমা দেখা হয় তাঁর ? মনোজ বলেন, "আমি হিন্দি ছবি সবথেকে কম দেখি । তার থেকে অন্য ভাষার ছবি বেশি দেখি । বাংলাও আছে তাতে ।" মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজের তালিকায় রয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান', 'সিক্রেটস টু সিনাউলি', 'রে'। উল্লেখ্য, আজও ওয়েবের উপরে সেন্সরের হাত পড়েনি । যে দিন পড়বে বা আদৌ যদি পড়ে তাহলে ওয়েবের ভবিষ্যৎ কী ? অভিনেতা বলেন, "ওয়েব সে দিন মারা যাবে ।" থিয়েটারের মঞ্চ থেকেই শুরু হয় তাঁর অভিনয়ের কেরিয়ার । থিয়েটার প্রসঙ্গে তাঁর আক্ষেপ, "আমরা থিয়েটার শিল্পের প্রতি যত্নশীল নই ।" হাসিমুখে এমনই নানা প্রশ্নের জবাব দেওয়ার পর মনোজ বাজপেয়ীর কবিতা দিয়ে শেষ হয় সাংবাদিক সম্মেলন ।

হিন্দি তো বটেই, তামিল ও তেলুগু ভাষাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন মনোজ বাজপেয়ী । বাবা চাইতেন ছেলে ডাক্তার হোক । আর ছেলে চাইতেন অভিনেতা হতে । সেই চাওয়াকেই পাওয়া বানাতে মিথ্যে কথা বলে ঘর ছাড়েন তিনি । যোগ দেন থিয়েটারে । এরপর থিয়েটার থেকে শুরু করে সিনেমা, ধারাবাহিক এবং আজকের ওয়েব সিরিজ ৷ সব প্ল্যাটফর্মেই তাঁর অবাধ বিচরণ । নেগেটিভ এবং পজিটিভ দুই রকম চরিত্রেই অনবদ্য তিনি ।

সম্প্রতি মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত 'জোরাম'। দেবাশিস মাখিজা পরিচালিত এই ছবিতে মনোজ বাজপেয়ীকে দেখা গিয়েছে বালার চরিত্রে । বাবা ও মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প । জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তির পাশাপাশি শিল্পকলায় অবদানের জন্য 2019 সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন ।

আরও পড়ুন:

  1. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ
  2. 'পথের পাঁচালী' বদলে দিয়েছিল জীবন, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতায় আবেগতাড়িত প্রাক্তন কিউরেটর লরেন্স কার্দিশ
  3. চলচ্চিত্র উৎসবে প্রশংসিত রাজস্থানী ছবি 'আ বয় হু ড্রিমট অফ ইলেকট্রিসিটি'
Last Updated : Dec 11, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.