ETV Bharat / entertainment

Harbhajan on Ghoomer: 'দুসরা জানি টপ স্পিনও শুনেছি, কিন্তু ঘুমর একেবারে আলাদা', বললেন হরভজন

author img

By

Published : Aug 5, 2023, 10:33 PM IST

'দুসরা করতে জানি, টপ স্পিনও জানি কিন্তু এই ঘুমর তো একেবারে আলাদা ৷ দারুণ ট্রেলার ৷', অভিষেকের নতুন ছবির ট্রেলার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হরভজন সিংহ ৷

Harbhajan on Ghoomer
অভিষেকের ঘুমর ছবির ট্রেলারের প্রশংসা ভাজ্জির

হায়দরাবাদ, 5 অগস্ট: অভিষেক বচ্চন বড় পর্দায় ফিরছেন তাঁর পরবর্তী 'ঘুমর' ছবির হাত ধরে ৷ এর আগে আর বাল্কির পরিচালিত 'চুপ', 'চিনি কম', 'পা'-এর মতো ছবিগুলি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ৷ সাফল্য এনে দেওয়া সেই পরিচালকের হাত ধরেই ফের বড় পর্দায় ফিরছেন অমিতাভ-পুত্র ৷ 18 অগস্ট পর্দায় আসছে 'ঘুমর' ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর ট্রেলার দেখে বিনোদন জগতের অনেকেই মুগ্ধ ৷ তাপসী পান্নু প্রশংসা করেছেন এই ছবির ৷ একজন মহিলা ক্রিকেটারের গল্প নিয়ে তৈরি এই ছবি ৷ যাঁর একটি হাতটি নেই ৷ এবার এই ট্রেলার নিয়ে মুখ খুললেন হরভজন সিংও ৷

ভারতের সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে ভাজ্জি যে অন্য়তম, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ এবার তিনি মুখ খুললেন পর্দার ঘুমরকে নিয়ে ৷ তিনি লিখেছেন, "ক্রিকেট তো সবাইকে একত্রিত করে ৷ প্রথমেই বলি ঘুমর ছবির ট্রেলার আমার দারুণ লেগেছে ৷ আমি দুসরা জানি ৷ আমি টপ স্পিনও জানি কিন্তু ঘুমর তো একেবারে অন্য এক স্তরের গল্প ৷ দারুণ বন্ধু অভিষেক বচ্চন ৷"

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একজন মহিলা ক্রিকেটার ৷ একসময় সে ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিল ৷ কিন্তু হঠাৎই তাকে একটি দুর্ঘটনার জেরে তার একটি হাত হারাতে হয় ৷ এরপর থেকেই বদলে যায় তার দুনিয়া ৷ একসময় সে নিজেকে ঠেলে দিয়েছিল অন্ধকারে ৷ সেখান থেকে তাকে আলোর পথ দেখায় তারই এক কোচ ৷ বাঁ হাতে বাইশ গজ জয়ের এক অনবদ্য গল্প বলে 'ঘুমর' ৷

আরও পড়ুন: সায়নী থেকে কৌশানি কিংবা সোহিনী! পরিচালক রাজে মজেছেন টলি অভিনেত্রীরা

আর সেই ট্রেলারের ভূূয়সী প্রশংসা শোনা গেল ভাজ্জির গলাতেও ৷ অভিষেক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি, সায়ামি কর এবং অঙ্গদ বেদির মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ আগামী 18 অগস্টের এখন অপেক্ষা করে রয়েছেন দর্শকরা ৷ শেষমেষ অভিষেকরা কতখানি মন জয় করতে পারেন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.