ETV Bharat / entertainment

Raksha Bandhan 2023: রাখির ছুটিতে দেখে নিন সেলুলয়েডে ভাই-বোনের সম্পর্কের কিছু গল্প

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 12:06 PM IST

আজ রাখি ৷ আজকের এই বিশেষ দিনে দেখুন ভাই-বোনের সম্পর্ক নিয়ে তৈরি কিছু সুন্দর ছবি ৷

Raksha Bandhan 2023
ভাই বোনের সম্পর্ক নিয়ে কিছু সিনেমা

কলকাতা, 30 অগস্ট: ভ্রাতৃত্বের উদযাপনের এই দিনে যে মানুষটির কথা বারবার মনে পড়ে তিনি রবি ঠাকুর ৷ বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাখি হাতে সেদিন রাস্তায় নেমেছিলেন কবি ৷ কণ্ঠে 'বাংলার মাটি বাংলার জল' গান ৷ নাখোদা মসজিদে ঢুকে ইমামের হাতেও বেঁধে দিয়েছিলেন রাখি ৷ ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন কবিগুরু ৷ তারপর থেকে রাখি বন্ধন বাঙালির বড় উৎসবগুলির একটি ৷ অসংখ্য সিনেমায় বারবার উঠে এসেছে রাখি বন্ধনের দৃশ্য ৷ পরিচালকরা তাঁদের মতো করে সাম্প্রদায়িক সম্প্রিতির বার্তা দিয়েছেন ৷ আসুন আজ জেনে নেওয়া যাক এমনই কিছু ছবির কথা যা তুলে ধরে ভাই বোনের সম্পর্কের এই অপূর্ব বন্ধনকে ৷

জীবন স্মৃতি: 2012 সালে ঋতুপর্ণ ঘোষ রবি ঠাকুরের 'জীবন স্মৃতি' অবলম্বনে তৈরি করেছিলেন এই তথ্যচিত্রটি ৷ এই তথ্যচিত্রটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রবি ঠাকুরের রাখি বন্ধনের ইতিহাস ৷ ছবিতে রবি ঠাকুরের ভূমিকায় দেখা গিয়েছিল সমদর্শী দত্তকে ৷ এছাড়াও ছিলেন রাইমা সেন এবং সঞ্জয় নাগের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

বাম বাম বোলে: বাংলা, হিন্দি কোনও ভাষাতেই ভাই-বোনের মিষ্টি সম্পর্ক নিয়ে ছবির সংখ্য়া কম নয় ৷ তবে 'বাম বাম বোলে' ছবিটি আপনাকে মনে করিয়ে দেবে ছোটবেলার দুষ্টু-মিষ্টি দিনগুলির কথা ৷ দর্শিল সাফারি, জিয়াহ ভাস্তারি, অতুল কুলকার্নির মতো অভিনেতা-অভিনেত্রীদের এই ছবিটি তৈরি করেন প্রিয় দর্শন ৷ আজকের দিনে বোনকে পাশে নিয়ে দেখে ফেলতেই পারেন ছবিটি ৷

পথের পাঁচালি: ভাই বোনের কথা বলতে গেলে অপু-দুর্গার কথা না বললেই নয় ৷ সত্যজিৎ রায় যেভাবে ফুটিয়ে তুলেছিলেন এই মিষ্টি সম্পর্ককে তা সত্যিই অনবদ্য ৷ ভাইকে যে কীভাবে প্রাণ দিয়ে আগলায় দিদিরা তার অপূর্ব নিদর্শন এই ছবিটি ৷ আবার ছবিতে ফুটে ওঠে এক ছোট্ট ভাইয়ের অসহায় মুখও ৷ প্রায় বিনা চিকিৎসা অপুর চোখের সামনে মৃত্যু হয় দুর্গার ৷ ভাই ও বোনের সেই সম্পর্ক ধরা পড়েছে বড়পর্দায়।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রক্ষাবন্ধন: অক্ষয় কুমারের এই ছবিটি প্রেক্ষাগৃহে খুব একটা সাফল্য পায়নি ৷ তবে ওটিটিতে বেশ ভালোই চলছে আনন্দ এল রাইয়ের 'রক্ষাবন্ধন' ৷ এই ছবিতে বোনেদের বিয়ের জন্য কীভাবে এক দাদা তার জীবনের সমস্ত খুশি বিসর্জন দিয়ে দেয় সেই কাহিনিই তুলে ধরেছেন নির্মাতারা ৷ ছবিতে দেখা যায়, বোনেদের নানা বায়না হাসি মুখে সহ্য করেন অক্ষয় ৷ এদিকে চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছে ৷ কারণ তাঁর নিজেরও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ৷ এবার কোন দিকে এগোয় ছবি সেটাই দেখার ৷

আরও পড়ুন: ওটিটি'তে আসছে 'বাড়িওয়ালি', ঋতুপর্ণর ছবির ডিজিটাল প্রিমিয়ার চলতি মাসেই

মেঘে ঢাকা তারা: ঋত্বিক ঘটকের ছবির কথা বললে অনেকের কানেই যে সংলাপটি বেজে ওঠে তা হল 'দাদা আমি বাঁচতে চাই' ৷ সুপ্রিয়া দেবী এবং অনিল চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিতে ঋত্বিক দেখিয়েছিলেন এক বোন কীভাবে ধীরে ধীরে পরিবারের অন্নদাতা হয়ে ওঠে ৷ আর তিলে তিলে কীভাবে শেষ হয়ে যায় তাঁর জীবন-যৌবন ৷ আজ রাখির দিনে বোনকে সঙ্গে নিয়ে তাই দেখে ফেলতেই পারেন এই ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.