ETV Bharat / entertainment

Akshay Tiger Dance Reels: 'সেলফি'র গানে রিলস তৈরি করলেন অক্ষয়-টাইগার

author img

By

Published : Feb 2, 2023, 12:10 PM IST

অক্ষয়-ইমরানের 'সেলফি' ছবির নতুন গান 'ম্যায় খিলাড়ি' মুক্তি পেয়েছে সম্প্রতি ৷ এবার এই গানে টাইগারের সঙ্গে রিল বানালেন অভিনেতা (Akshay Kumar Tiger Shroff Viral Dance Reels )৷

c
অক্ষয়-ইমরানের 'সেলফি ছবির নতুন গান ম্যায় খিলাড়ি'মুক্তি পেয়েছে সম্প্রতি

মুম্বই, 2 ফেব্রুয়ারি: অক্ষয় কুমারের নতুন ছবি 'সেলফি'-র গান 'ম্য়ায় খিলাড়ি' মুক্তি পেয়েছে সম্প্রতি ৷ উদিত নারায়ন এবং অভিজিতের গাওয়া এই গানটিতে একসঙ্গে কোমর দুলিয়েছেন ইমরান হাশমি এবং অক্ষয় কুমার ৷ ইতিমধ্যেই ইউটিউবে কয়েক মিলিয়ন মানুষ শুনে ফেলেছেন 'ম্য়ায় খিলাড়ি' ৷ সুপারহিট 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানের লাইনকে ফের নতুন করে ফিরিয়ে দিয়েছে গানটি ৷ আর এবার ছবির প্রচারের জন্য় এই গানে টাইগার শ্রফের সঙ্গে কোমর দোলালেন খিলাড়ি কুমার ৷ অক্ষয় নিজেই ইনস্টায় পোস্ট করেছেন তাঁর নতুন এই ডান্স রিলটি (Akshay Kumar Tiger Shroff Viral Dance Reel) ৷

নাচের তালে তালে মেতে উঠেছেন দুই অভিনেতাই ৷ রিলসটি শেয়ার করে অক্ষয় বৃহস্পতিবার লিখেছেন, "এবার আমার সঙ্গে টাইগার ম্যায় খিলাড়ি গানে নাচে মেতে উঠল ৷ আপনিও যদি আপনার প্রিয় বন্ধুর সঙ্গে এই গানে রিল বানান কেমন হয় বলুন তো! আমি রিপোস্ট করব ৷" প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে 'সেলফি' ছবির ট্রেলার ৷ মূলত একজন অভিনেতা এবং তাঁর এক অনুরাগীর কথা ফুটিয়ে তুলবে গল্প ৷ অভিনেতার সঙ্গে সেলফি তোলার উদগ্র আগ্রহ থেকে হঠাৎ বিষয়টি ভুল বোঝাবুঝির চেহারা নেয় ৷ আর তারপর কোন জটিল দিকে মোড় নেয় গল্পটি সেটাই দেখার ৷

সম্প্রতি বেশকিছু দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকের কাজ চলেছে বলিউডে ৷ ঠিক যেমন আল্লু অর্জুনের একটি সুপারহিট ছবির রিমেক 'শেহজাদা' ছবিটি ৷ আগামীতে কার্তিকের হাত ধরে এই ছবির গল্পটি বড় পর্দায় আসতে চলেছে ৷ 'সেলফি' ছবিটিও এর ব্যতিক্রম নয় ৷ 'ড্রাইভিং লাইসেন্স' নামক একটি মালয়ালম সিনেমার হিন্দি রিমেক এই ছবি । রাজ মেহতা পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী 24 ফেব্রুয়ারি । ছবিতে ডায়না পেন্টি ও নুসরত ভরুচাও স্ক্রিন শেয়ার করবেন অক্ষয়-ইমরানের পাশাপাশি ৷

আরও পড়ুন: অভিনয়ের চার দশক, স্মৃতির সাগরে ডুব অনিলের

গতবছর বেশ কয়েকটি ছবি তেমন ভালো যায়নি অক্ষয়ের ৷ তাই এবছর তাঁর ফর্মে ফেরা একান্ত জরুরি ৷ আগামীতে অবশ্য় টাইগারের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন খিলাড়ি কুমার ৷ তাঁদের দু'জনকে আগামীতে একসঙ্গে দেখা যাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আলি আব্বাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.