ETV Bharat / entertainment

Adipurush Box Office Collection: বাতিল একের পর এক শো, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল প্রভােসের 'আদিপুরুষ'

মুক্তির 8 দিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ল প্রভােসের 'আদিপুরুষ' ৷ খবর অনুযায়ী, ভিড় না হওয়ায় বাতিল হচ্ছে একের পর এক শো ৷

Adipurush Box Office Collection
মুখ থুবড়ে পড়ল প্রভােসের আদিপুরুষ
author img

By

Published : Jun 24, 2023, 12:40 PM IST

হায়দরাবাদ, 24 জুন: আট দিন পার করে ফেলল 'আদিপুরুষ' ৷ কৃতি স্য়ানন-প্রভাসের এই ছবি নিয়ে শুরু থেকেই আলোচনা থেকে শুরু করে সমালোচনা ও বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ আর আট দিন যেতে না যেতেই এই ছবি মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে ৷ হাল এতটাই শোচনীয় যে হল মালিকরা শো তুলে নিতে বাধ্য হচ্ছেন ৷ শুধু তাই নয় রিপোর্ট বলছে, টি সিরিজের কোনও ছবি এর আগে প্রথম 8 দিনের মধ্যে এত খারাপ ফল করেনি ৷

ওম রাউত পরিচালিত এই মাইথোলজিক্যাল ড্রামার টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছিল শোরগোল ৷ এরপর ছবি মুক্তির পর তো আলোচনা আরও তুঙ্গে ওঠে ৷ ছবির সংলাপ, চরিত্রদের লুক থেকে শুরু করে ভিএফএক্স-তীব্র সমালোচিত হয় সমস্তটাই ৷ আজকের যুগের তরুণ-তরুণীদের কাছে রামায়ণের গল্পকে নতুনভাবে পৌঁছে দিতে এই ছবিটি তৈরি করেছিলেন নির্মাতারা ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন মনোজ মুন্তাসির শুক্লা এবং ওম রাউত ৷ কিন্তু রামায়ণ-এর কাহিনিকে যেভাবে তুলে ধরেছেন নির্মাতারা তা বেশিরভাগেরই পছন্দ হয়নি ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, শুক্রবার মাত্র 3.25 কোটিতেই থামল প্রভাসের এই ছবির আয় ৷ শুধু তাই নয় হিন্দি ভাষী এলাকায় 'হল অকুুপেন্সি'ও ছিল বেশ কম ৷ তার জেরে ছবির বহু শো বাতিল করা হচ্ছে বলেও খবর মিলেছে ৷ দেশ জুড়ে আপাতত ছবির আয় দাঁড়িয়েছে 263.15 কোটি ৷ বিশ্ব জোড়া ব্যবসার নিরিখে ইতিমধ্যেই 400 কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি ৷

আরও পড়ুন: শরীরে কঠিন রোগ, ছিল না কাজও ; হাসি দিয়েই লড়াই জিতলেন সুমনা

ছবিতে রাঘবের চরিত্রে প্রভাস এবং জানকীর চরিত্রে অভিনয় করা কৃতিকে নিয়ে আলোচনা তো তুঙ্গে উঠেছেই পাশাপাশি লঙ্কেশ রূপী সইফ আলি খানকেও কম সমালোচনার মুখে পড়তে হয়নি ৷ লুক তো বটেই এমনকী তাঁর স্বর্ণপুরী লঙ্কা কোন যাদুতে কালো হয়ে গেল তা নিয়েও প্রশ্ন তুলতে ভোলেননি নেটিজেনরা ৷ আর এসবের জেরেই ক্রমাগত প্রভাবিত হচ্ছে ছবির আয়ও ৷

হায়দরাবাদ, 24 জুন: আট দিন পার করে ফেলল 'আদিপুরুষ' ৷ কৃতি স্য়ানন-প্রভাসের এই ছবি নিয়ে শুরু থেকেই আলোচনা থেকে শুরু করে সমালোচনা ও বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ আর আট দিন যেতে না যেতেই এই ছবি মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে ৷ হাল এতটাই শোচনীয় যে হল মালিকরা শো তুলে নিতে বাধ্য হচ্ছেন ৷ শুধু তাই নয় রিপোর্ট বলছে, টি সিরিজের কোনও ছবি এর আগে প্রথম 8 দিনের মধ্যে এত খারাপ ফল করেনি ৷

ওম রাউত পরিচালিত এই মাইথোলজিক্যাল ড্রামার টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছিল শোরগোল ৷ এরপর ছবি মুক্তির পর তো আলোচনা আরও তুঙ্গে ওঠে ৷ ছবির সংলাপ, চরিত্রদের লুক থেকে শুরু করে ভিএফএক্স-তীব্র সমালোচিত হয় সমস্তটাই ৷ আজকের যুগের তরুণ-তরুণীদের কাছে রামায়ণের গল্পকে নতুনভাবে পৌঁছে দিতে এই ছবিটি তৈরি করেছিলেন নির্মাতারা ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন মনোজ মুন্তাসির শুক্লা এবং ওম রাউত ৷ কিন্তু রামায়ণ-এর কাহিনিকে যেভাবে তুলে ধরেছেন নির্মাতারা তা বেশিরভাগেরই পছন্দ হয়নি ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, শুক্রবার মাত্র 3.25 কোটিতেই থামল প্রভাসের এই ছবির আয় ৷ শুধু তাই নয় হিন্দি ভাষী এলাকায় 'হল অকুুপেন্সি'ও ছিল বেশ কম ৷ তার জেরে ছবির বহু শো বাতিল করা হচ্ছে বলেও খবর মিলেছে ৷ দেশ জুড়ে আপাতত ছবির আয় দাঁড়িয়েছে 263.15 কোটি ৷ বিশ্ব জোড়া ব্যবসার নিরিখে ইতিমধ্যেই 400 কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি ৷

আরও পড়ুন: শরীরে কঠিন রোগ, ছিল না কাজও ; হাসি দিয়েই লড়াই জিতলেন সুমনা

ছবিতে রাঘবের চরিত্রে প্রভাস এবং জানকীর চরিত্রে অভিনয় করা কৃতিকে নিয়ে আলোচনা তো তুঙ্গে উঠেছেই পাশাপাশি লঙ্কেশ রূপী সইফ আলি খানকেও কম সমালোচনার মুখে পড়তে হয়নি ৷ লুক তো বটেই এমনকী তাঁর স্বর্ণপুরী লঙ্কা কোন যাদুতে কালো হয়ে গেল তা নিয়েও প্রশ্ন তুলতে ভোলেননি নেটিজেনরা ৷ আর এসবের জেরেই ক্রমাগত প্রভাবিত হচ্ছে ছবির আয়ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.