ETV Bharat / entertainment

The Kerala Story BO Day 18: সমালোচকদের চুপ করিয়ে 200 কোটির ক্লাবে 'দ্য কেরালা স্টোরি'

author img

By

Published : May 23, 2023, 11:51 AM IST

সমস্ত সমালোচনাকে পিছনে ফেলে এবার 200 কোটির ক্লাবে জায়গা করে নিল 'দ্য কেরালা স্টোরি' ৷ 'পাঠান'-এর পর দর্শক এবং সমালোচকদের মধ্য়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এই ছবি ৷

The Kerala Story BO Day 18
200 কোটির ক্লাবে পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি

হায়দরাবাদ, 23 মে: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' দেখানো নিয়ে বিতর্ক এখনও পর্যন্ত অব্যাহত ৷ এর আগে ছবির প্রযোজক এও দাবি করেছিলেন যে হল মালিকদের ভয় দেখিয়ে এই ছবি বাংলায় দেখাতে দেওয়া হচ্ছে না ৷ কিন্তু হাজারো বিতর্কের মাঝেও বক্স অফিসে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটে চলেছে 'দ্য কেরালা স্টোরি' ৷ সুদীপ্ত সেনের এই ছবি ইতিমধ্যেই আয় করে ফেলেছে 204.47 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে প্রথম সপ্তাহে 90.58 কোটি টাকা আয় করার পর এবার দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে জয়ের রেকর্ড অব্যাহত রেখেছে এই ছবি ৷ দ্বিতীয় সপ্তাহে ছবির আয় ছিল 81.14 কোটি টাকা ৷

স্যাকনিল্কের দেওয়া রিপোর্ট বলছে, গত শুক্রবার 6.6 কোটি টাকা করেছিল এই ছবি ৷ তারপর শনিবার এবং রবিবার আরও 20.65 কোটি টাকা খাতায় যোগ করে 'দ্য কেরালা স্টোরি' ৷ আর সোমবার 'দ্য কেরালা স্টোরি'র আয় ছিল 5.50 কোটি ৷ যার জেরে 200 কোটির ক্লাবেও জায়গা পেয়ে গেল এই কাহিনি ৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি ৷

ছবিটি যে কাহিনি তুলে ধরে তার কেন্দ্রে রয়েছে তিন চারজন কলেজের বান্ধবী ৷ হোস্টেলে থাকতে এসে এক মুসলিম বান্ধবীর সঙ্গে তার পরিচয় ৷ এরপর সেই বান্ধবীর সূত্র ধরেই তাদের কয়েকজন মুসলিম ছেলের সঙ্গেও আলাপ হয় ৷ তারপর তাদের মগজধোলাই করে ধর্ম পরিবর্তন করানো হয় ৷ আর একসময় তাদের আইএসআইএস-এর মতো সংগঠনে যুক্ত হতে বাধ্য করা হয় ৷ নির্মাতারা দাবি কেরলে প্রায় 32 হাজার নারীকে নাকি এভাবেই ভুল বোঝানো হয়েছে ৷ যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে ৷

কেরলের ঘটনা নিয়ে তৈরি এই ছবি বাংলায় মাত্র 3 দিন স্ক্রিনিংয়ের পরেই মমতা সরকার এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করে ৷ পরে অবশ্য সুপ্রিম কোর্ট এই ছবির স্ক্রিনিং আবার শুরু করার নির্দেশ দেয় ৷ অন্যদিকে তামিলনাড়ুতেও গত 7 মে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয় ৷ এক্ষেত্রেও ফের স্ক্রিনিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এত বিতর্কের মাঝেও 200 কোটির ক্লাবে জায়গা করে নিল এই ছবি ৷

আরও পড়ুন: 'মহানায়িকার সঙ্গে আমার তুলনা না করাই ভালো', অকপট ঋতুপর্ণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.