ETV Bharat / entertainment

Rahul-Priyanka New Beginning: শহর জুড়ে যেন প্রেমের মরশুম... ছেলের হাত ধরে নতুন ইনিংস শুরু রাহুল-প্রিয়াঙ্কার

author img

By

Published : Jul 4, 2022, 2:24 PM IST

শিশু শিল্পী হিসাবে বাবার ছবিতে ডেবিউ করতে চলেছে রাহুল-প্রিয়াঙ্কা পুত্র সহজ ৷ আর তার হাত ধরেই তিক্ততা ভুলে আবার নতুন ইনিংস শুরুর আভাস দিলেন এই তারকা জুটি (Actor Rahul Banerjee And Priyanka Sarkar is all set to begin a new journey) ৷

Rahul Priyanka New Beginning
শহর জুড়ে যেন প্রেমের মরশুম...ছেলের হাত ধরে নতুন ইনিংস শুরু রাহুল-প্রিয়াঙ্কার

কলকাতা, 4 জুলাই : 'কলকাতা 96' । রাহুল বন্দোপাধ্যায়ের এই নতুন ছবিতে উঠে আসবে 1996 সালের কল্লোলিনী তিলোত্তমার গল্প ৷ সৌরভের লর্ডস জয় থেকে শুরু করে নয়ের দশকের নানান ঘটনার উল্লেখ থাকবে এই ছবিতে ৷ রোম্যান্স এবং নস্টালজিয়ার এক সুন্দর মেলবন্ধন অনেকেই আশা করতে শুরু করেছেন এই গল্পে ৷ এবার কিছু স্মৃতিমেদুর আর রোম্যান্টিক মেজাজে ফিরতে দেখা গেল রাহুলকেও (Actor Rahul Banerjee And Priyanka Sarkar is all set to begin a new journey) ৷

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর বিবাহ-পরবর্তী সম্পর্ক তিক্ততায় পৌঁছাতে বেশি সময় নেয়নি ৷ সন্তান সহজকে নিয়েই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা ৷ তবে দাম্পত্য জীবন সুখের না হলেও তাঁরা ভালো বন্ধু ৷ এবার সন্তানই হয়ে উঠল তাঁদের সম্পর্কের সেতু ৷

শিশু শিল্পী হিসাবে বাবার ছবিতে ডেবিউ করতে চলেছে ছোট্ট সহজ ৷ 'কলকাতা 96'-এ কীভাবে তাকে দেখবেন দর্শকরা তা অবশ্য জানা যায়নি ৷ তবে বাবা মায়ের সঙ্গে এক ফ্রেমে এবার ক্য়ামেরাবন্দি হলেন সহজবাবু ৷ হাতে তার নতুন ছবির চিত্রনাট্য ৷ আর ছবিটি পোস্ট করে রবিবার বাবা রাহুল লিখলেন, "নতুন শুরু..." ৷

অনুরাগীরা বলছেন কম কথার মানুষ রাহুলের এই ছোট শব্দবন্ধেই রয়েছে তিক্ততা মিটে যাওয়ার আভাস ৷ শহর জুড়ে তাহলে কি প্রেমের মরশুম ? তা অবশ্য বলে দেবে সময়ই ৷ তবে রাহুল প্রিয়াঙ্কার অনুরাগীরা খুশি তাঁদের প্রিয় তারকাকে সপরিবারে দেখে ৷

আরও পড়ুন : জেনে নিন নতুন ভারত সুন্দরী সিনির জীবনের কিছু খুঁটিনাটি

নব্বই দশকের সাধারণ বাঙালির গল্প তুলে ধরবে এই ছবি ৷ যার একটি বড় অংশ জুড়ে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ কারণ 1996 সালের 22 জুন ব্রিটিশ মুলুকের সবুজ পিচে তাঁদেরই বোলিং অ্যাটাককে শাসন করে আপামর বাঙালির আইকন হয়ে উঠেছিলেন দাদা ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.