ETV Bharat / city

Siliguri Mahakuma Parishad: গঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড

author img

By

Published : Aug 30, 2022, 10:36 PM IST

Updated : Aug 30, 2022, 10:53 PM IST

মঙ্গলবার গঠিত হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড (Siliguri Mahakuma Parishad board formed) ৷ এবার বোর্ড গঠনে তারুণ্য ও নতুন মুখের উপর জোর দেওয়া হয়েছে (Siliguri Mahakuma Parishad) ৷

Siliguri Mahakuma Parishad
ETV Bharat

শিলিগুড়ি, 30 অগস্ট: নির্বাচনের পর পূর্ণাঙ্গ বোর্ড গঠন হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Mahakuma Parishad board formed) । মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বহু প্রতীক্ষিত কর্মাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় । পাঁচটি দফতরের কর্মাধ্যক্ষ এদিন নির্বাচিত হন । মূলত এবার বোর্ড গঠনে অভিজ্ঞতার থেকে তারুণ্য ও নতুন মুখের উপরই ভরসা রাখল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, “কারা কারা কর্মাধ্যক্ষ হবেন তা কলকাতা থেকে রাজ্য নেতৃত্ব ঠিক করে পাঠিয়েছিল । প্রত্যেককে সমান গুরুত্ব দেওয়া হয়েছে । সামনে দুর্গাপুজো রয়েছে । সেইমতো দ্রুত কাজ করা হবে ।" রাজনৈতিক মহলের মতে, দফতর বন্টনের কাজ সম্পন্ন হওয়ায় আগামিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় থমকে থাকা একাধিক কাজে গতি আসবে (Siliguri Mahakuma Parishad Board) ।

আরও পড়ুন: অনুব্রতর জামিন নয়, বাপ্পাকে ফাঁসাতেই সিবিআই বিচারককে হুমকি আইনজীবী সুদীপ্তর

মহকুমা পরিষদের (Siliguri Mahakuma Parishad) প্রতিটি দফতরের স্থায়ী সমিতিতে সদস্য হিসেবে থাকবেন সভাধিপতি অরুণ ঘোষ ও সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা । অর্থ দফতর নিজের হাতেই রেখেছেন সভাধিপতি অরুণ ঘোষ । তিনিই ওই দফতরের কর্মাধ্যক্ষ । এছাড়া পূর্ত-পরিবহন-জনস্বাস্থ্য-পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষের পদ পেয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস ৷ কৃষি-সেচ-সমবায়-ক্ষুদ্রশিল্প-বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছেন আইনুল হক । পাশাপাশি শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় । একইভাগে বন ও ভূমি সংস্কার, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বভার পেয়েছেন কিশোরীমোহন সিংহ এবং খাদ্য সরবরাহ ও নারী উন্নয়ন, জনকল্যাণের দায়িত্ব পেলেন কুমুদিনি রড়াইক ঘোষ ।

দীর্ঘদিনের মহকুমা পরিষদের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতি তিরকিকে দলের দার্জিলিং জেলা মহিলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে । কাজেই এক নেতা এক পদ ফর্মুলা থেকে তাঁকে এবারে কর্মাধ্যক্ষের পদ দেওয়া হয়নি । বিরোধী দলনেতা না থাকায় তাঁকে পরে বিরোধী দলনেতা জায়গায় অধ্যক্ষ বা ভাইস চেয়ারম্যানের পদ দেওয়া হতে পারে বলে মহকুমা পরিষদ সূত্রে জানা গিয়েছে ।

Last Updated : Aug 30, 2022, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.