ETV Bharat / city

রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়, প্রার্থী অলোক জলদাতা

author img

By

Published : Mar 5, 2021, 6:00 PM IST

রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়, প্রার্থী অলোক জলদাতা
রায়দিঘিতে টিকিট পেলেন না দেবশ্রী রায়, প্রার্থী অলোক জলদাতা

রায়দিঘিতে এবার তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷ ওই কেন্দ্রে গত 10 বছরের বিধায়ক দেবশ্রী রায় ৷ তাঁকে এবার প্রার্থী করা হল না ৷

কলকাতা, 5 মার্চ : এবার টিকিট পেলেন না দেবশ্রী রায় ৷ তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বিধায়ক ছিলেন ৷ 2011 সালে প্রথমবার ওই কেন্দ্রে প্রার্থী হয়ে জয়ী হন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী ৷ পাঁচ বছর পর 2016 সালেও তিনি ওই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন ৷ কিন্তু 10 বছরেই তাঁর সঙ্গে রায়দিঘির সম্পর্ক শেষ হয়ে গেল ৷ তাঁকে অন্য কোনও আসনেও প্রার্থী করা হয়নি ৷

2011 সালে রায়দিঘিতে বামফ্রন্টের প্রার্থী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় ৷ 2009 সালে আয়লার সময় রায়দিঘি-সহ আশপাশের অঞ্চলে তিনি পাশে দাঁড়িয়ে সুখ্যাতি অর্জন করেছিলেন ৷ সেই সূত্রে তাঁর জয় ওই কেন্দ্রে কার্যত অবধারিতই ধরা হচ্ছিল ৷ কিন্তু নির্বাচনে জয়ী হন দেবশ্রী ৷ প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটে দেবশ্রীর কাছে হেরে যান এই বাম হেভিওয়েট ৷ 2016 সালে তিনি আবার হারেন দেবশ্রীর কাছে ৷ এবার হারের ব্যবধান কমে অনেকটা ৷ দেবশ্রী জেতেন মাত্র এক হাজারের কিছু বেশি ভোটে ৷

কিন্তু এবার আর দেবশ্রী রায়কে ওই কেন্দ্রে প্রার্থীই করা হল না তৃণমূলের তরফে ৷ কারণ, কী তা অবশ্য এখনও শাসক দলের অন্দর থেকে মেলেনি ৷ দেবশ্রী রায়েরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে রাজনৈতিক মহলের খবর, দেবশ্রী যে এবার টিকিট পাবেন না, তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ তার কারণ, রায়দিঘিতে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ তার উপর তিনি আবার বছর দু’য়েক বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা যখন বিজেপির সদর দফতরে পৌঁছন, তার কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন দেবশ্রী রায় ৷ তা নিয়ে একপ্রস্থ নাটকও হয় ৷ শেষে শোভন-বৈশাখি বিজেপি শিবিরে গেলেও দেবশ্রী সেদিন আর যোগ দেননি ৷ শোনা যায়, শোভন-বৈশাখির আপত্তিতেই নাকি দেবশ্রীকে সেদিন ব্রাত্য করা হয় ৷

আরও পড়ুন : "21 আমার লাকি নম্বর", প্রার্থীতালিকা প্রকাশে আত্মবিশ্বাসী মমতা

তার পর রাজনীতিক আঙিনায় থেকেও কার্যত না থাকার সমান ছিলেন এই অভিনেত্রী-বিধায়ক ৷ এবার তিনি তৃণমূলের প্রার্থীও হতে পারলেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.