ETV Bharat / city

তৃণমূলের দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ বিজেপির

author img

By

Published : Mar 1, 2021, 10:25 PM IST

Updated : Mar 1, 2021, 10:55 PM IST

সাংসদ স্বপন দাশগুপ্তর আশঙ্কা, ভোটে কারচুপি হতে পারে । পোস্টাল ব্যালট উধাও হতে পারে । তাই তাঁরা পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন ।

স্বপন দাশগুপ্ত
স্বপন দাশগুপ্ত

কলকাতা, 1 মার্চ : শাসকদলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ রায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল বিজেপি । এই ইস্যুতে কলকাতার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে পোস্টাল ব্যালট চুরির আশঙ্কা করলেন বিজেপি নেতৃত্ব ।

মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে সোমবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এই অভিযোগ করেন । তিনি বলেন, "গত 27 ফেব্রুয়ারি নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ার পর ওইদিন সন্ধ্যায় একটি মসজিদের মধ্যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচনী সভায় বিজেপিকে হারানোর আহ্বান জানান । নির্বাচনী বিধি চালু হওয়ার পর মসজিদে প্রচার নিয়ম বিরুদ্ধ । ওইদিন সন্ধ্যায় হাওড়ায় মন্ত্রী অরূপ রায় একটি কো-অপারেটিভের মাধ্যমে টাকা বিলি করেছেন । এটিও নির্বাচনী বিধি ভাঙার সামিল । এই দুই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি ।"

বিজেপি সাংসদ আরও বলেন, "ভোটে কারচুপির আশঙ্কা করছি আমরা । তার মধ্যে পোস্টাল ব্যালট উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি । তিনজন পুলিশ আধিকারিকের নাম করে জানিয়েছি যে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হোক । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের যেন নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও কাজে ব্যবহার করা না হয় ।"

আরও পড়ুন : হতাশা থেকেই হিংসা ও খুনের রাজনীতি করছে তৃণমূল : স্বপন দাশগুপ্ত

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "ব্রিগেডের মঞ্চ থেকে বাংলায় বাম-কংগ্রেস একটি বিভেদকামী শক্তির উত্থানের সুযোগ করে দিল । বাংলার মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । বিজেপি চিরকাল সমন্বয়ের রাজনীতি করেছে । তাই সোনার বাংলা গড়তে বিজেপিকে সুযোগ দিন ।"

পুলিশ কমিশনারের কাছে বিজেপি নেতৃত্ব
Last Updated : Mar 1, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.