ETV Bharat / city

School Open: খুলছে স্কুল-কলেজ, কবে চলবে লোকাল ট্রেন ? প্রশ্ন শিক্ষক মঞ্চের

author img

By

Published : Oct 25, 2021, 8:48 PM IST

কবে চালু হবে লোকাল ট্রেন ? ফের সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ আগামী 16 নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল ও কলেজ ৷ তাই পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যাতায়াত নিয়ে চিন্তায় রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ৷

Teachers Association Apple to State Governments for Start Local Trains
খুলছে স্কুল-কলেজ, কবে চলবে লোকাল ট্রেন ? প্রশ্ন শিক্ষক মঞ্চের

কলকাতা, 25 অক্টোবর : 16 নভেম্বর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে যাচ্ছে রাজ্যের স্কুলগুলি ৷ সেইসঙ্গে খুলে যাচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিও ৷ তবে, রাজ্যে এখনও চালু হয়নি না লোকাল ট্রেন ৷ আর সেখানেই সমস্যায় পড়েছেন স্কুল ও কলেজের পড়ুয়ারা ৷ কারণ, পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা সকলের যাতায়াতের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন ৷ কবে থেকে আবার রাজ্যে লোকাল ট্রেন চালু হবে, তা নিয়ে কোনও আভাস দেয়নি রাজ্য সরকার ৷ তাই স্কুল খুলে গেলেও যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হতে পারে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের ৷

আগামী 16 নভেম্বর রাজ্যে নবম শ্রেণি থেকে দ্বাদশ পর্যন্ত খুলছে স্কুল এবং কলেজ । শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী ও পড়ুয়াদের একটা বিরাট অংশ যাতায়াতের জন্য নির্ভর করে লোকাল ট্রেনের উপর ৷ শিক্ষক শিক্ষিকাদের অনেকেই এখন সড়কপথে যাতায়াত করছেন ৷ তবে, রাস্তায় বাসের সংখ্যা খুব কম হওয়ায় সে ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ৷ ফলে যাতায়াতে দীর্ঘ সময় লাগে যাচ্ছে ৷

আরও পড়ুন : School Open : নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে 16 নভেম্বর থেকে স্কুল খোলার প্রস্তুতি

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘আগামী 15 নভেম্বর থেকে পঠন-পাঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি ৷ দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ রয়েছে ৷ অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন পূর্বের মত স্বাভাবিক ভাবে চলাচলের ব্যবস্থা করতে হবে ৷ ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরাট অংশ লোকাল ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন ৷ এবিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবার জন্য অনুরোধ করছি রাজ্য সরকারের কাছে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee: বিএসএফের ক্ষমতার পরিসর বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয় শেষ কথা বলবে রাজ্য সরকার ৷ এ বিষয় রেলের কাছে এখনও কোনও নির্দেশ আসেনি ৷ তবে, লোকাল ট্রেন পরিষেবা চালু করতে আমরা প্রস্তুত ৷ রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত মিললেই আমরা ট্রেন চালাব ৷ পর্যাপ্ত সংখ্যায় স্টাফ স্পেশাল ও অন্য স্পেশাল চালানো হচ্ছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের জন্য ৷’’ তিনি জানিয়েছেন, স্কুল চালু হলে রাজ্য সরকারের নির্দেশ পেলে পড়ুয়া ও শিক্ষা কর্মীদের ট্রেনে উঠতে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.