ETV Bharat / city

Suvendu on KK Death : কে কে-র মৃত্যুতে শুভেন্দুর নিশানায় তৃণমূল, ইডি তদন্তের দাবি বিরোধী দলনেতার

author img

By

Published : Jun 1, 2022, 9:16 PM IST

গতকাল রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (KK Demise) ৷ এই নিয়ে নজরুল মঞ্চের ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে এবার তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷

Suvendu Demands ED Enquiry into KK Death Controversy
Suvendu on KK Death : কে কে-র মৃত্যুতে শুভেন্দুর নিশানায় তৃণমূল, ইডি তদন্তের দাবি বিরোধী দলনেতার

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র আচমকা প্রয়াণে কাঠগড়ায় তোলা হচ্ছে কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানকে ৷ এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলার শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ বৃহস্পতিবার টুইটারে এই ঘটনা নিয়ে সরাসরি সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তিনি এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন ৷ ইডি-র তদন্তেরও দাবি তুলেছেন টুইট করে (Suvendu Demands ED Enquiry into KK Death Controversy) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷

  • ডঃ কুণাল সরকার কে ধন্যবাদ সর্বপ্রথম চোখে আঙুল দিয়ে বিষয়টি উপলব্ধি করানোর জন্য।

    এই হৃদয়বিদারক মৃত্যুর দায় কার?
    ১) প্রশাসনের - অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েও নিরাপত্তা নিয়ে উদাসীনতা? বিশৃঙ্খলা এড়াতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হাজার হাজার দর্শক প্রবেশপত্র ছাড়া প্রবেশ করে? https://t.co/ljMVPEmNKo pic.twitter.com/pOndPvIYLL

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তিনটি টুইট করেন শুভেন্দু ৷ একটিতে কে কে-র অনুষ্ঠান চলাকালীন রেকর্ড করা ভিডিয়ো পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, ‘‘ড. কুণাল সরকারকে ধন্যবাদ সর্বপ্রথম চোখে আঙুল দিয়ে বিষয়টি উপলব্ধি করানোর জন্য । এই হৃদয়বিদারক মৃত্যুর দায় কার? ১) প্রশাসনের - অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েও নিরাপত্তা নিয়ে উদাসীনতা ? বিশৃঙ্খলা এড়াতে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় হাজার হাজার দর্শক প্রবেশপত্র ছাড়া প্রবেশ করে ?’’

দ্বিতীয় টুইটটিতে তিনি একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘আর একটা প্রশ্ন হল, এই অনুষ্ঠান আয়োজনের খরচ এল কোথা থেকে ? শোনা যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষ পেমেন্ট করেননি, আনুমানিক 25 লক্ষ টাকা নগদে মেটানো হয়েছে ।’’

ওই টুইটেই তিনি ইডির ডিরেক্টরকে ট্যাগ করে এই ঘটনায় তদন্ত দাবি করেন ৷ তিনি লেখেন, ‘‘ইডি তদন্ত করে দেখুক এই বিপুল অঙ্কের টাকা প্রদানকারী আসলে কে ? হিসাব বহির্ভূত টাকার যোগান থেকেই আয়োজকদের বেপরোয়া মনোভাব ?’’

এছাড়া তৃতীয় টুইটটিতে নজরুল মঞ্চের বাইরের বিশৃঙ্খল পরিস্থিতির একটি ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : SFI on KK Death : গান স্যালুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর, দাবি এসএফআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.