ETV Bharat / city

CAA-এর প্রতিবাদে পথে নামল 7টি বামপন্থী সংগঠন

author img

By

Published : Dec 21, 2019, 3:04 PM IST

Updated : Dec 21, 2019, 7:04 PM IST

নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে শহরের রাজপথে মিছিল করল বামপন্থী সংগঠনগুলির যৌথ ফোরাম ৷ CAA প্রত্যাহার করা না হলে জঙ্গি আন্দোলন শুরু করা হবে রাজ্যে ৷ এমনই হুশিয়ারি উঠল আজকের মিছিল থেকে ৷

CPI(M-L)
CAA-এর প্রতিবাদে পথে নামল সাতটি বামপন্থী সংগঠন

কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে পথে নামল সাতটি বামপন্থী সংগঠন ৷ CPI(M-L), রেড স্টার, পিপলস্ ব্রিগেড সহ সাতটি বামপন্থী দল আজ মিছিল করল মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত । CAA প্রত্যাহার করা না হলে জঙ্গি আন্দোলন শুরু করা হবে রাজ্যে ৷ এমনই হুঁশিয়ারি দিলেন আজকের মিছিলে অংশগ্রহনকারী সাতটি বামপন্থী সংগঠনের যৌথ ফোরামের আহ্বায়ক অলীক চক্রবর্তী ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মিছিলে অংশগ্রহনকারীরা

রাজ্যে তৃণমূল স্বৈরাচারী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করা হল আজকের মিছিল থেকে । জাতীয় নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও NPR বাতিল করতে হবে ৷ মূলত এই দাবি নিয়ে আজ পথে নামেন তারা ৷ নাগরিকত্বের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয় মিছিল থেকে । স্লোগান ওঠে 'কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক' ৷ পাশাপাশি লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ চলবে না বলেও কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলে মিছিলে অংশগ্রহণকারী দলগুলি ।

আরও পড়ুন : CAA ইশু, অসমে বিক্ষোভের তদন্তে SIT গঠনের ঘোষণা সোনওয়ালের

একইসঙ্গে রাজ্যে সমস্ত বন্ধ কলকারখানা খোলা, কৃষককে ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয় মিছিল থেকে । দেশ তথা রাজ্যের জনসাধারণ এক দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। দেশের অর্থনীতির সংকট এমন মাত্রায়, যে বহু সরকারি ব্যাংক তুলে দিতে হচ্ছে । সরকার রিজার্ভ ব্যাংকের জমানো টাকা নিচ্ছে । এমনই বেশ কিছু ইশুতে শহরের রাজপথে মিছিল করল বামপন্থী সংগঠনগুলির যৌথ ফোরাম ।

Intro:গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে সিপিআইএমএল,রেড স্টার, পিপলস ব্রিগেড, সহ বামপন্থী দলগুলো আজ মিছিল করল মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত। কেন্দ্রীয় আইন প্রত্যাহার করা না হলে জঙ্গি আন্দোলন শুরু করা হবে রাজ্যে এমনটাই জানালেন বামপন্থী সংগঠনের আহ্বায়ক অলীক চক্রবর্তী।


Body:রাজ্য তৃণমূল এক স্বৈরাচারী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করলেন বামপন্থী নেতৃত্ব। এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল ও এনপিআর বাতিল করতে হবে মূলত এই দাবি নিয়ে আজকের মিছিল।
নাগরিকত্বের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকের মিছিল থেকে। কাশ্মীরি রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার স্লোগান তোলা হয় আজকের মিছিল থেকে। লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ চলবে না বলে দাবি তাদের। সমস্ত বন্ধ কল-কারখানা খোলার পাশাপাশি, কৃষককে ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। দেশ তথা রাজ্যের জনসাধারণ এক দুর্বিসহ অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। দেশের অর্থনীতির সংকট এমন মাত্রায়, যে বহু সরকারি ব্যাংক তুলে দিতে হচ্ছে। সরকার রিজার্ভ ব্যাংকের জমানো টাকা নিচ্ছে। অবিলম্বে এমন সরকারকে বরখাস্ত করার দাবি নিয়ে বামপন্থী সংগঠনগুলির শহরকে অবরুদ্ধ করে মিছিল করল।


Conclusion:
Last Updated : Dec 21, 2019, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.