ETV Bharat / city

সোশাল মিডিয়ায় ছড়ানো ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে মিল নেই আসলের

author img

By

Published : Feb 19, 2020, 6:55 PM IST

গতকালের প্রথম ভাষার মতো আজ দ্বিতীয় ভাষার পরীক্ষার দিনেও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে একটি ইংরেজি প্রশ্নপত্র । পরে জানা যায় সেটি ভুয়ো ছিল ।

Madhyamik Exam
ছবি

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন । প্রথম ভাষার মতো দ্বিতীয় ভাষার পরীক্ষার দিনেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ইংরেজি প্রশ্নপত্রের বেশ কয়েকটি ছবি । তবে পরীক্ষা শেষের পর জানা যায় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই প্রশ্নপত্র ভুয়ো ছিল । ওই প্রশ্নে পরীক্ষা দেয়নি পরীক্ষার্থীরা । তবে রোজ রোজ কে বা কারা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বের করছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়ে দেন ।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এটা নিয়ে কারা চক্রান্ত করছে সেটা বের করা উচিত । যাকে চিহ্নিত করতে পারব সে কঠোরতম শাস্তি পাবে । সে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হোক কিংবা না হোক ৷ আমরা যা করার করব । সোশাল মিডিয়ায় কারা কী করছে, সব ধরছি । কেউ আমাদের তালিকা থেকে বাইরে নেই‌ ।"

গত বছরের মাধ্যমিকের সময়ে পরপর ছয়দিন পরীক্ষা চলাকালীন বাইরে বেরিয়ে এসেছিল প্রশ্নপত্র । সেই প্রশ্ন মিলেও গেছিল আসল প্রশ্নপত্রের সঙ্গে । এই বছর যাতে সেই ধরনের কোনও ঘটনা না ঘটে, তার জন্য প্রথম থেকেই সতর্ক পর্ষদ । রাজ্যের 42 টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ । তারপরও পরপর দুই দিনই পরীক্ষা শুরুর পরে সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কড়া পথে হাঁটতে চলেছে পর্ষদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.