Bengal Agnipath Protest : অগ্নিপথবিরোধী আন্দোলনের আঁচে উত্তাল বাংলা ! দিনভর অবরোধ, বিক্ষোভে নাকাল আমজনতা

author img

By

Published : Jun 17, 2022, 2:34 PM IST

Updated : Jun 17, 2022, 8:13 PM IST

protest against Agnipath Scheme throughout west bengal

কেন্দ্রের নয়া 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর প্রতিবাদে আগেই বিক্ষোভ, আন্দোলন শুরু হয়েছে বিহার, উত্তরপ্রদেশে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল পশ্চিমবঙ্গের নামও ৷ রাজ্য়ের নানা প্রান্তে চলছে অবরোধ, বিক্ষোভ ৷

কলকাতা, 17 জুন: কেন্দ্রের নয়া 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় পশ্চিমবঙ্গেও প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে অশান্তি ৷ উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে হাওড়া, ঠাকুরনগর, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে যুবসমাজ ৷ আন্দোলনের আঁচে বিভিন্ন জায়গায় ব্যাহত সড়ক ও রেল পরিষেবা ৷

  • অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রেল অবরোধ চলছে ৷ তার জেরে বহু ট্রেন বাতিল করতে হয়েছে ৷ পূর্ব রেলের মালদা ডিভিশনের প্রকাশ করা বিবৃতি অনুসারে, এই রুটে মোট 29টি ট্রেন বাতিল হয়েছে ৷ ব্রহ্মপুত্র মেল-সহ 11টি ট্রেনের সফরসূচিতে কাটছাঁট করতে হয়েছে ৷ একটি ট্রেন চালাতে হয়েছে ঘুর পথে ৷
  • অগ্নিপথ প্রকল্পের জেরে পশ্চিমবঙ্গে যাতে অশান্তি দানা বাঁধতে না পারে, তার জন্য তৎপর রাজ্যের পুলিশ প্রশাসন ৷ ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রত্যেক জেলার পুলিশ সুপারদের নিজের নিজের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে ৷ বিশেষভাবে সতর্ক করা হয়েছে সাইবার ক্রাইম বিভাগকে ৷
  • অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে শুক্রবার সকালে পুরুলিয়া শহরের বঙ্গাবাড়ি এলাকায় পুরুলিয়া-বরাকর রোড অবরোধ করেন বহু যুবক ৷ হাতে-পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা ৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি ৷
  • কেন্দ্রের মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবি জানাল সিপিএম (CPIM) । দলের পলিটব্যুরোর তরফে বিবৃতি দিয়ে প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে (CPIM Politburo issues Statement on Agnipath Scheme) ।
  • কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সরব হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ তাঁর বক্তব্য, চুক্তিভিত্তিকভাবে কিছু যুবকের হাতে দেশের সুরক্ষার ভার তুলে দিলে নিরাপত্তা বিঘ্নিত হবে ৷
  • অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় হাওড়া ব্রিজের সামনে অবরোধ, বিক্ষোভ করা হয় ৷ ব্যাহত হয় যানচলাচল ৷
  • অগ্নিপথ ইস্যুতে উত্তেজনা ছড়াচ্ছে গোটা রাজ্যে ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "মোদিজির বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করতে পারছেন না ৷ তাই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ৷ যুবকদের ভুল পথে চালনা করছেন কিছু মানুষ ৷ তাঁদের ভুল বোঝানো হচ্ছে ৷ তাঁরা পুরো বিষয়টি না বুঝেই রাস্তায় নেমে পড়ছেন ৷"
  • অগ্নিপথ ইস্যুতে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে ৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লাঠি হাতে মিছিল বের করেন কয়েক হাজার যুবক ৷ মূলত, সেনায় ভর্তির প্রস্তুতি নেওয়া যুবকরাই শুক্রবারের এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ৷ পানিট্যাঙ্কি মোড় থেকে হাসমি চক হয়ে এনজেপি স্টেশনের দিকে প্রতিবাদ মিছিল এগিয়ে যায় ৷ রাস্তার উপরেই কসরত করতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারী যুবকদের ৷
Last Updated :Jun 17, 2022, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.