ETV Bharat / city

Poster outside Swasthya Bhawan শিক্ষার পর স্বাস্থ্যেও দুর্নীতির ইঙ্গিত, কার্যালয়ের বাইরে পড়ল পোস্টার

author img

By

Published : Aug 19, 2022, 2:47 PM IST

Poster outside Swasthya Bhawan alleges Corruption in Health Sector
Poster outside Swasthya Bhawan স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতির ইঙ্গিত, কার্যালয়ের বাইরে পড়ল পোস্টার

ছুটির দিনে বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরে (Poster outside Swasthya Bhawan) পড়ল পোস্টার ! তাতে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ (Corruption in Health Sector) তুলেছে 'অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ' নামে একটি সংগঠন ৷

বিধাননগর,19 অগস্ট: শিক্ষা ক্ষেত্রে নিয়োগ, কয়লা, বালি, গরু-সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি ৷ যার রেশ গড়িয়েছে দিল্লি পর্যন্ত ৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তদন্তের জালে একের পর এক ধরা পড়ছেন হেভিওয়েটরা ৷ এমনই আবহে এ বার পোস্টার পড়ল বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরে (Poster outside Swasthya Bhawan) ! তাতেও সেই দুর্নীতিরই ইঙ্গিত (Corruption Charges) ! পোস্টারের বয়ানে লেখা হয়েছে, "রাজ্যজুড়ে দুর্নীতি সর্বগ্রাসী ৷ স্বাস্থ্যও কি সন্দেহের ঊর্ধ্বে ? অভিযোগ অন্তহীন, খবরেও এসেছে কিছু ৷ তদন্তের শঙ্কা কেন ? ছাড় পাবে না কেউ, ছাড়ব না আমরা !"

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বন্ধ রয়েছে রাজ্যের সরকারি দফতরগুলি ৷ তাই এ দিন স্বাস্থ্য ভবনেও রোজের ব্যস্ততা ছিল না ৷ ছুটির আমেজে তাল কাটল পর পর সাঁটানো সাদা-কালো পোস্টার ৷ স্বাস্থ্য ভবনের ফটকের বাইরে দেওয়ালে কে বা কারা পোস্টারগুলি লাগিয়ে গিয়েছেন, কখন এই কাজ করা হয়েছে, তা জানা যায়নি ৷ তবে, পোস্টারের বয়ানে দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা একেবারে স্পষ্ট ৷ প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে (Corruption in Health Sector), এই অভিযোগ নতুন নয় ৷ কিন্তু, এ ভাবে সরাসরি স্বাস্থ্য ভবনের বাইরে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেনি ৷

আরও পড়ুন: CBI Raid at Anubrata Rice Mill বোলপুরে অনুব্রত কন্যার নামে থাকা রাইস মিলে সিবিআই হানা

পোস্টারগুলি নীচে লেখা রয়েছে, 'অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টরস, পশ্চিমবঙ্গ' ৷ সংশ্লিষ্ট মহলের অনুমান, এটি কোনও একটি সংগঠন এবং তারাই এই পোস্টার সাঁটিয়েছে ৷ কিন্তু, পুরোটাই অনুমান নির্ভর ৷ এই বিষয়ে নির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানা যায়নি ৷

ছুটির দিনে পোস্টার বিতর্ক !

নিয়োগ দুর্নীতি ও গরুপাচার মামলায় ইতিমধ্য়েই হাজতবাস করতে হচ্ছে পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলদের ৷ সূত্রের দাবি, এর পাশাপাশি, বেআইনি বালি খাদান, পাথর খাদান, কয়লা খনির কারবার নিয়েও কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন রাজ্যের শাসকদলের নেতা ও মন্ত্রীরা ৷ অন্যদিকে, এই ইস্যুগুলি নিয়ে যুবসমাজের আন্দোলনও তীব্রতর হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনও দুর্নীতির খবর প্রকাশ্যে এলে তৃণমূল নেতৃত্বের চাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.