ETV Bharat / city

Ankita Returns First Instalment of Money : আদালতের নির্দেশে মেনে প্রায় 8 লক্ষ টাকা প্রথম কিস্তিতে ফেরত দিলেন পরেশ-কন্যা অঙ্কিতা

author img

By

Published : Jun 17, 2022, 9:03 PM IST

নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Bengal Minister Paresh Chandra Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ তাঁকে বেতনের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ সেই মতো অঙ্কিতা প্রথম কিস্তির প্রায় 8 লক্ষ ফেরত দিলেন তিনি (Paresh Adhikary Daughter Ankita Returns Rs 8 Lakh as first Installment) ৷

Paresh Adhikary Daughter Ankita Returns Rs 8 Lakh as first Installment
Ankita Returns First Instalment of Money : আদালতের নির্দেশে মেনে প্রায় 8 লক্ষ টাকা প্রথম কিস্তিতে ফেরত দিলেন পরেশ-কন্যা অঙ্কিতা

কলকাতা, 17 জুন : আদালতের নির্দেশে প্রথম কিস্তিতে 7 লক্ষ 96 হাজার 422 টাকা হাইকোর্টে ফেরত দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী (Paresh Adhikary Daughter Ankita Returns Rs 8 Lakh as first Installment) । গত 20 মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) এক নির্দেশে মন্ত্রী-কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন । একই সঙ্গে 30 জুন ও 30 জুলাই দুই কিস্তিতে মোট 41 মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।

প্রাক্তন বামপন্থী নেতা পরেশ অধিকারী দলবদল করে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদানের পরই 31 অগস্ট 2018 অঙ্কিতার নাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । সেই অনুযায়ী নিজের বাড়ি মাত্র 1 কিলোমিটারের মধ্যে ইন্দিরা গার্লস হাইস্কুলে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ করা হয় ।

পরেশ অধিকারী রাজ্যের শাসক দলে যোগ দেওয়ার পর তাঁর মেয়ের নাম 2016 সালের শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট (ওয়েটিং)-এ যোগ হয় সম্পূর্ণ বেআইনিভাবে পুরো নিয়োগ তালিকা বদলে দিয়ে । ওয়েটিং লিস্ট থেকে 20 জনকে নিয়োগ করা হয়েছিল । সেই তালিকায় 20 নম্বরে নাম থাকা মামলাকারী ববিতা সরকার মোট নম্বর ছিল 77 আর পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নম্বর ছিল 61 । তা সত্ত্বেও অঙ্কিতা অধিকারীকে তালিকায় চাকরিতে নিয়োগ করা হয় ।

উল্লেখ্য, মেয়েকে অন্যায়ভাবে চাকরিতে নিযুক্ত করার অভিযোগে ইতিমধ্যেই মন্ত্রী পরেশ অধিকারীকে (Bengal Minister Paresh Chandra Adhikary) কয়েক দফায় জিজ্ঞাসাবাদ ও করেছে সিবিআই । সেই সংক্রান্ত রিপোর্টও এদিন আদালতে জমা পড়েছে ।

আরও পড়ুন : Ankita Adhikary Job Terminated Reaction : পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের ঘোষণায় খুশি মেখলিগঞ্জ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.