ETV Bharat / city

Fake Vaccination Case : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক

author img

By

Published : Jul 3, 2021, 10:04 AM IST

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও একজন গ্রেফতার হল ৷ ইন্দ্রজিৎ সাউ নামে এই ব্যক্তি দেবাঞ্জন দেবকে সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করতে সাহায্য করেছিল বলে জানা গিয়েছে ৷ তাকে সেন্ট্রাল মেট্রোর সামনে থেকে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মোট 6 জনকে গ্রেফতার করা হল ৷

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক

কলকাতা, 3 জুলাই : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম ইন্দ্রজিৎ সাউ । শুক্রবার গভীর রাতে তাকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে । এই নিয়ে মোট ছ'জনকে গ্রেফতার করা হল ।

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই ইন্দ্রজিৎ সাউ দেবাঞ্জন দেবকে সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প খুলতে সাহায্য করেছিল ৷ শুধু তাই নয়, বিভিন্ন সময় নানা ভাবে দেবাঞ্জনকে সাহায্য করেছে ইন্দ্রজিৎ ৷ তার পরিবর্তে আর্থিক ভাবে লাভবান হত সে ৷ তবে টাকাপয়সার লেনদেন কীভাবে হত, নগদে না চেকে নাকি ব্যাঙ্ক ট্রান্সফার- সেসব বিষয়ে কিছু জানা যায়নি ৷ গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেফতার করেন ৷

এর আগে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় সাংবাদিক সম্মেলন করার পর গ্রেফতার করা হয় দেবাঞ্জন দেবের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যকে ৷ অরবিন্দকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় । সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, দেবাঞ্জনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকার পরও সে কেন কিছু জানত না ? দেবাঞ্জন যে একজন ভুয়ো আমলা তা তার চোখ এড়িয়ে গেল কী করে ? তার উত্তরে অরিন্দম কোনও সদুত্তর দিতে পারেনি । সে নিজেও একাধিকবার একাধিক থানায় গিয়ে দেবাঞ্জনের হয়ে স্যানিটাইজার ও মাস্ক বিতরণও করেছিল । জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

মঙ্গলবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দেবাঞ্জনের দেহরক্ষীকে রাজভবনে দেখতে পাওয়ার অভিযোগ তোলেন সুখেন্দুশেখর ৷ সেই অভিযোগের পক্ষে ছবিও প্রকাশ করা হয়েছে ৷ তিনি বলেন, "প্রতারক দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে কেন ? ঘনিষ্ঠতার গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন । তদন্তকারীদের গোচরে বিষয়টি আনছি ৷ আসল তথ্য সামনে আসুক । রাজ্যপালের সঙ্গে প্রতারকের দেহরক্ষীর যোগ থাকলে তা দেশের পক্ষে ভয়ঙ্কর ৷" সুখেন্দুশেখর আরও বলেন, "এই দেহরক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত । প্রতারকের দেহরক্ষী রাজ্যপালের বৃত্তে গেল কী করে ? তদন্ত করে সত্যটা জানা প্রয়োজন ৷"

আরও পড়ুন : দেবাঞ্জনের গাড়ির কালো কাঁচ নিয়ে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.