ETV Bharat / city

MPS ও পিনকন কর্ণধারের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

author img

By

Published : Apr 8, 2020, 8:10 PM IST

MPS-এর কর্ণধার প্রমথনাথ মান্নার মেয়ে আবেদন করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর বাবাকে জামিন দেওয়া হোক। কিন্তু সেই আবেদন আজ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

MPS, Pincon owner's bail rejected
MPS ও পিনকন

কলকাতা, 8 এপ্রিল: MPSএর কর্ণধার প্রমথনাথ মান্নার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে পিনকন সংস্থার কর্ণধারের জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। কয়েকদিন আগে প্রমথনাথ মান্নার মেয়ে হাইকোর্টে আবেদন জানান, তাঁর বাবা সিনিয়র সিটিজ়েন। ফলে, যে কোনও সময় কোরোনায় আক্রান্ত হতে পারেন। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া হোক। কিন্ত, আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তবে, ডিভিশন বেঞ্চে জানিয়েছে, প্রমথবাবু অসুস্থবোধ করলে RG কর হাসপাতালে তাঁর চিকিৎসা করা হবে।

প্রায় 8 হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে 2015 সালের অক্টোবরে প্রমথনাথ মান্না সহ MPS-এর চার কর্তাকে গ্রেপ্তার করে CBI । এরপর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে যান ওই চারজন। সেই মামলা বিচারপতি জয়মাল্য বাগচি ও রবি কিশান কাপুরের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সম্প্রতি প্রমথনাথ মান্নার মেয়ে হাইকোর্টে আবেদন জানান, তাঁর বাবা সিনিয়র সিটিজ়েন, তাই তাঁকে জামিন দেওয়া হোক। যা আজ খারিজ করে দেওয়া হয় ।

এদিকে পিনকন সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায়ের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে, তাঁর চিকিৎসার ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে ।

2017-র নভেম্বরে খেজুরি থানায় পিনকনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কয়েকজন। অভিযোগ ছিল, পিনকনে টাকা জমা রেখে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তা ফেরত পাচ্ছেন না। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়। শুরু হয় তদন্ত। ধরপাকড়ও শুরু হয়। সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় সহ 18 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলাও রুজু হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.