ETV Bharat / city

TMC Manipur: মণিপুর দিয়ে অভিযান শুরু, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা তৃণমূলের

author img

By

Published : Jun 13, 2021, 2:09 PM IST

Updated : Jun 13, 2021, 2:59 PM IST

সামনের বছর বিধানসভা নির্বাচন মণিপুরে (Manipur Assembly Election 2022) ৷ সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলে নতুন দায়িত্ব নেওয়ার পরই পাখির চোখ করলেন মণিপুরকে ৷ মুকুল রায়কে (Mukul Roy) সঙ্গে নিয়ে উত্তর-পূর্বের রাজ্যের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন তিনি ৷

manipur is the 1st mission of TMC, abhishek banerjee and mukul roy trying to strengthen party nationwide
তৃণমূলের প্রথম ফোকাস মণিপুর, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা শুরু অভিষেক-মুকুলদের

কলকাতা, 13 জুন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, তাঁর লক্ষ্য বিভিন্ন রাজ্যে সংগঠনকে ছড়িয়ে দেওয়া ও দলকে আরও মজবুত করা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন নজর 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে ৷ সেটিকেই পাখির চোখ করে কাজ করা শুরু করে দিয়েছেন অভিষেক ৷ মুকুল রায়ের (Mukul Roy) প্রত্যাবর্তনের পর তাঁকে সঙ্গে নিয়েই রণকৌশল সাজাচ্ছেন তিনি ৷ সংগঠনের ব্যাপ্তির কাজ তাঁদের শুরু হচ্ছে মণিপুর অভিযান (TMC Manipur) দিয়ে ৷ কারণ সামনের বছরই বিধানসভা নির্বাচন উত্তর-পূর্বের এই রাজ্যে ৷

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে গত সপ্তাহ থেকেই সর্বভারতীয় স্তরে দলকে বিস্তারের পরিকল্পনা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই কাজে তাঁর প্রধান সহযোগী এই মুহূর্তে দীর্ঘদিনের দুঁদে রাজনীতিক মুকুল রায় । এ ছাড়া তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর তো আছেনই । এই তিন মূর্তির প্রথম লক্ষ্য মণিপুর । উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে আগেও মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি শুরু হয়েছিল । মুকুল ঘরে ফিরতেই, সেই উদ্যোগ আবার গতি পেতে চলেছে বলে খবর ।

আরও পড়ুন : শনিবারের বারবেলায় কুণাল-রাজীব বৈঠক, প্রত্যাবর্তন নিয়ে জল্পনা

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন উত্তর-পূর্বের প্রতিবেশী রাজ্যে । আর তাই এখন থেকেই মণিপুরে ঘর গোছানো শুরু করে দিতে চাইছে তৃণমূল । একুশের বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করার পর, এমনিতেই তৃণমূল কংগ্রেস বাড়তি অক্সিজেন পেয়েছে । একইসঙ্গে গোটা দেশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে একটা ইতিবাচক হাওয়া তৈরি হয়েছে । সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় এই মুহূর্তে বিরোধী কংগ্রেসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা হচ্ছে তৃণমূলকে । আর এই সুযোগকে কাজে লাগিয়ে মণিপুরে নিজেদের সংগঠন মজবুত করতে সক্রিয় হয়েছেন অভিষেক-মুকুলরা ।

manipur is the 1st mission of TMC, abhishek banerjee and mukul roy trying to strengthen party nationwide
তৃণমূলের প্রথম ফোকাস মণিপুর, আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা শুরু অভিষেক-মুকুলদের

আরও পড়ুন: মমতার সাধের তৃতীয় ফ্রন্টের ঘুঁটি সাজাতেই পিকে-পাওয়ার বৈঠক ?

তৃণমূল সূত্রের খবর, মুকুল রায়ের ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়ে মণিপুরে কংগ্রেস এবং বিজেপির একদল নেতার সঙ্গে কথা বলা শুরু হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে দিন পনেরোর মধ্যেই 'মিশন মণিপুর' নিয়ে তৃণমূল কংগ্রেসের নীল নকশা প্রকাশ্যে আসতে পারে । দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হতে পারে, মণিপুরে জয়ের জন্য ঝাঁপাতে চাইছে দল । যেহেতু আগামী বছরই মণিপুরে বিধানসভা ভোট, তাই ইতিমধ্যেই বেশ কিছু আঞ্চলিক দলের নেতার সঙ্গেও কথা বলা শুরু করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছেন, চার থেকে পাঁচটি বিধায়ককে জেতাতে দল ওখানে লড়াই করবে না। 60 আসনের মণিপুর বিধানসভায় তৃণমূলের লক্ষ্য কম করে 35টি আসন । আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে মণিপুরে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি করতে চায় এ রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন : ঘর ওয়াপসির পরই সক্রিয় মুকুল, ফোন একাধিক বিজেপি বিধায়ককে

গত বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্বের এই রাজ্যে কংগ্রেস পেয়েছিল 28টি আসন, তৃণমূলের ঝুলিতে গিয়েছিল একটি আসন । আর বিজেপি পায় 21 টি আসন । কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে কম আসন থাকলেও আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে বিজেপি । সে সময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন । কিন্তু আশার কথা, ওই রাজ্যে সে সময় 25টি কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস । সেই সংখ্যাই তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে ৷ একটু ঘাম ঝরালে মণিপুরে তাঁরা পাকাপোক্তভাবে ঘাসফুল ফোটাতে পারবেন বলে মনে করছেন অভিষেকরা ৷

সামনের বছর মণিপুরে বিধানসভা নির্বাচন । ইতিমধ্যেই সেখানে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে । তিন বিজেপি বিধায়ক দলত্যাগ করে কংগ্রেসে নাম লিখিয়েছেন । এই সুযোগকে কাজে লাগাতে চাইছে তৃণমূল । শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়িত হলে, সেখানে তৃণমূলের পক্ষে সরকার গড়া অসম্ভব নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Jun 13, 2021, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.