ETV Bharat / city

KMC Election 2021 : পৌরভোটের প্রচারমঞ্চে ক্ষিতিকন্যাকে প্রশংসায় ভরালেন মমতা

author img

By

Published : Dec 16, 2021, 9:25 PM IST

বৃহস্পতিবার আসন্ন কলকাতা পৌরভোটের (KMC Election 2021) প্রচারমঞ্চ থেকে ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Praises Basundhara Goswami) ৷ আসন্ন নির্বাচনে কলকাতার 96 নম্বর ওয়ার্ডে বসুন্ধরাকে প্রার্থী করেছে তৃণমূল ৷

mamata banerjee praises basundhara goswami at kmc election 2021 vote campaign
KMC Election 2021 : পৌরভোটের প্রচারমঞ্চে ক্ষিতিকন্যাকে প্রশংসায় ভরালেন মমতা

কলকাতা, 16 ডিসেম্বর : প্রথম প্রকাশ্যে এসেছিলেন অনিলকন্যা অজন্তা বিশ্বাসের হয়ে কলম ধরে ৷ আর এখন তিনি কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ তিনি ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বাঘাযতীনের প্রচারসভা থেকে বসুন্ধরার প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Praises Basundhara Goswami) ৷

আরও পড়ুন : KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

আসন্ন কলকাতা পৌরভোটে বসুন্ধরাকে 96 নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ ভোটে জিততে প্রথম দিন থেকেই প্রচারে জোর দিয়েছেন ক্ষিতিকন্যা ৷ আর এদিন স্বয়ং মমতা তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন ৷ এদিনের সভার শুরুতেই বসুন্ধরাকে কাছে ডেকে নেন মমতা ৷ বলেন, ‘‘তুমি মাস্কটা খুলে একটু এগিয়ে এস ৷’’ তারপর উপস্থিত জনতার উদ্দেশে বসুন্ধরাকে দেখিয়ে বলেন, ‘‘ও ক্ষিতি গোস্বামীর মেয়ে ৷ আগে কারা দফতরে কাজ করত ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস করবে বলে, মানুষের পাশে থাকবে বলে চাকরিটাও ছেড়ে দিয়েছে ৷ ওকে বিধানসভা ভোটে অনেক কাজ করিয়েছি ৷’’

mamata banerjee praises basundhara goswami at kmc election 2021 vote campaign
ভোটের প্রচারে বসুন্ধরা গোস্বামী ৷

এখানেই শেষ নয়, এদিনের প্রচারসভায় অন্য নতুন প্রার্থীদেরও ভূয়শী প্রশংসা করেন মমতা ৷ নতুন প্রজন্মের তৃণমূল নেতা, কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের দলে অনেক নতুন ছেলেমেয়ে এসেছে ৷ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ড্রাইভার, কেউ রিকশাচালক ৷ সকলকে নিয়েই আমাদের দল ৷ একটা গাছে যখন ফুল বা ফল হয়, তখন সকলকে ভাগ করে দিতে হয় ৷ সকলকে নিয়ে চলতে হয় ৷’’

আরও পড়ুন : KMC election 2021: পৌরভোটের প্রচারে দক্ষিণী হাওয়া

ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির ঘনিষ্ঠ ছিলেন অজন্তা ও বসুন্ধরা ৷ অজন্তাকে তৃণমূলের মুখপত্রে কলম ধরার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিল ৷ সেই সময় বিষয়টিকে মেনে নিতে পারেননি ক্ষিতি গোস্বামীর কন্যা ৷ তাই সরব হয়েছিলেন তিনি ৷ তবে বাম রাজনীতির সঙ্গে ক্ষিতিকন্যার দূরত্ব তাঁর বাবার মৃত্যুর পর থেকেই ৷ সূত্রের দাবি, যখন কোনও রাজনৈতিক দলই তাঁদের খবর রাখত না, তখন তাঁদের খবর রেখেছেন তৃণমূলনেত্রী ৷ তাই বাম শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখান বসুন্ধরা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ও তাঁকে যথাসম্ভব কাজের সুযোগ দেন ৷ পৌর নির্বাচনের টিকিটও সেই সুযোগেরই অঙ্গ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.