ETV Bharat / city

Jyotiraditya Scindia: দমদমের দায়িত্ব পেয়েই তৎপর জ্যোতিরাদিত্য, তিনদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী

author img

By

Published : Jul 16, 2022, 8:12 PM IST

তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ থাকবেন দমদমে ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে তাঁকে দমদম কেন্দ্রের দায়িত্ব দিয়েছে দলীয় নেতৃত্ব ৷

Jyotiraditya Scindia will visit Dum Dum for three days
Jyotiraditya Scindia: দমদমের দায়িত্ব পেয়েই তৎপর জ্যোতিরাদিত্য, তিনদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী

কলকাতা, 16 জুলাই: রাজ্যে আসছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে দেশজুড়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি ৷ তৃণমূল স্তর থেকেই সংগঠনকে মজবুত করার সিদ্ধান্ত নিয়ে শীর্ষ নেতৃত্ব ৷ যাতে ভোটের কাজে কর্মী পেতে কোনও সমস্যা না হয় ৷ গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ৷ কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনের পর এরাজ্যে ভাঙন ধরেছে দলের অন্দরে ৷ তাই এখন থেকেই প্রচার ও সংগঠন নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে চাইছে গেরুয়া শিবির ৷ এই প্রেক্ষাপটে দমদম লোকসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য ৷ আর সেই দায়িত্ব পেয়েই দমদমে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই তিনদিনের সফরে বাংলায় আসবেন জ্যোতিরাদিত্য ৷ তাঁর সফর শুরু হবে আগামী 21 জুলাই ৷ 23 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গেই থাকবেন তিনি ৷ প্রসঙ্গত, আগামী 21 জুলাই তৃণমূলের শহিদ সভার পালটা হিসাবে 'উলুবেড়িয়া চলো'র ডাক দিয়েছে বিজেপি ৷ যদিও এখনও পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ ৷ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, তৃণমূলের 21 জুলাইয়ের অনুষ্ঠানের পালটা কর্মসূচিতে জ্যোতিরাদিত্যকেও সামিল করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ এর ফলে এ রাজ্যে দলের একেবারে নিচুতলার কর্মীদের কাছে তাঁর পরিচিতি বাড়বে ৷ তাতে সংগঠনের কাজ করতে সুবিধা হবে ভিনরাজ্য থেকে আসা নেতার ৷

আরও পড়ুন: Smriti Irani in Rally: হাওড়ায় 'আজাদি কা অমৃত মহোৎসব' পদযাত্রায় স্মৃতি ইরানি

বিজেপি-রই অন্য একটি সূত্রের দাবি, দমদম লোকসভা কেন্দ্রকে হাতের তালুর মতো চেনার চেষ্টা করছেন জ্যোতিরাদিত্য ৷ কিন্তু, বাস্তবে এই এলাকা সম্পর্কে তাঁর তেমন কোনও ধারণা নেই ৷ তাই এলাকা চেনা থেকে শুরু সংগঠন বাড়ানো কিংবা ভোটের প্রচার, সবকিছুই যাতে সুষ্ঠুভাবে হয়, তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে জ্যোতিরাদিত্যর ৷ সেই বিষয়ে স্থানীয় নেতা, কর্মীদের সঙ্গে আলোচনা করে রণকৌশল সাজাতেই তাঁর এই আসন্ন সফর বলে শোনা যাচ্ছে ৷ সূত্রের দাবি, রাজ্য সফরে এসে দমদমেই থাকবেন তিনি ৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য জায়গায় ভালো ফল করলেও দমদম কেন্দ্রে জোড়া ফুলই ফুটেছিল ৷ কিন্তু, অতীতে এই কেন্দ্রে তৃণমূলের সমর্থনে বিজেপি-ও জয়ের স্বাদ পেয়েছে ৷ তাই ফের যাতে দমদমে পদ্ম ফোটানো যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির ৷ একইভাবে হাওড়ায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে আর এক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ৷ দিন কয়েক আগে হাওড়া ঘুরেও গিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.