ETV Bharat / city

Partha Chatterjee কেউ ছাড়া পাবে না, সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ

author img

By

Published : Aug 18, 2022, 3:12 PM IST

Updated : Aug 18, 2022, 4:20 PM IST

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আরও 14 দিনের জেল হেফাজতের (14 days jail custody for Partha Chatterjee and Arpita Mukherjee) নির্দেশ দিয়েছে আদালত (Partha Chatterjee) ৷

partha chatterjee in court
Etv Bharat

কলকাতা, 18 অগস্ট: "কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে ৷" বৃহস্পতিবার আদালত চত্বরে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) ইডি-এর হাতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এদিন এই মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (14 days jail custody for Partha Chatterjee) ৷

14 দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার কলকাতা পুলিশের শীততাপ নিয়ন্ত্রিত একটি গাড়িতে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আদালত চত্বরে নামতেই এদিন এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ ৷ তাৎপর্যপূর্ণভাবে গত 14 অগস্ট বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে গরু পাচার মামলায় সিবিআই'য়ের হাতে ধৃত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, তারপর থেকেই সিবিআই হেফাজতে থাকা অনুব্রতর শরীরী ভাষা অনেকটাই বদলে গিয়েছে । কিন্তু পার্থর ক্ষেত্রে বিষয়টি আলাদা ৷

আরও পড়ুন: সুকন্যা সহ 6 জনকে হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর সঙ্গে সংশোধনাগারে দেখা করতে যান ৷ সেদিন পার্থ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, দলের কোনও বড় মাপের নেতা তাঁর সম্পর্কে খোঁজ খবর রাখছেন কি না? জবাবে আইনজীবীর তরফে বলা হয়, বেহালার কয়েকজন নেতা বাদে দলের বিশেষ কেউ তাঁর খোঁজ নিচ্ছেন না ৷ এই প্রেক্ষিতে পার্থর এদিনের মন্তব্য অবশ্যই বিশেষ ৷

Last Updated : Aug 18, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.