ETV Bharat / city

Partha Chatterjee: ইডি হেফাজতে দু'বেলা ভাত জুটছে না পার্থর, অর্পিতার ডায়েটে কাজু-কিসমিস

author img

By

Published : Jul 27, 2022, 10:42 AM IST

Updated : Jul 27, 2022, 12:12 PM IST

দু'বেলা ভাত জুটছে না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)৷ ইডি-র (Partha Chatterjee health) হেফাজতে থাকাকালীন তিনি ভাত খেতে চাইলেও গোয়েন্দারা তাঁকে ভাত খেতে দিচ্ছেন না (ED not allowing Partha Chatterjee to eat rice)৷ তবে অর্পিতা তাঁর পছন্দের কাজু-কিসমিস খেতে পেয়েছেন ৷

Partha Chatterjee
ইডি হেফাজতে দু'বেলা ভাত জুটছে না পার্থর, অর্পিতার ডায়েটে কাজু-কিসমিস

কলকাতা, 27 জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীন দু'বেলা ভাত জুটছে না রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে পার্থ চট্টোপাধ্যায় ভাত চেয়েও পাননি ঠিকই, তবে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু তাঁর পছন্দের খাবারই পেয়েছেন ৷ রুটি-সবজি খেতে না চাওয়ায় তাঁর ইচ্ছেমতো তাঁকে খেতে দেওয়া হয়েছে কাজু, কিসমিস, পেস্তা, বাদাম ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ইডি গোয়েন্দাদের কাছে একাধিকবার ভাত খেতে চেয়েছেন (ED not allowing Partha Chatterjee to eat rice)। কিন্তু তাঁর সেই আবেদন নস্যাৎ করে দিয়েছেন গোয়েন্দারা । দু'বেলা তাঁর কপালে জুটছে রুটি আর তরকারি, তাও আবার নিয়ম মেনে । কিন্তু কেন শিক্ষা দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee health) ভাত খাওয়া থেকে বঞ্চিত করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ?

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ দু'বেলা খাওয়ানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে । পাশাপাশি ওই প্রেসক্রিপশনে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাই ডাইবিটিজ আছে । ফলে তাঁর জীবনশৈলীতে বেশকিছু পরিবর্তন আনতে বলা হয়েছে । যেমন ঠিকমতো ওষুধ খেতে হবে । পাশাপাশি মাটির নিচের জিনিস চলবে না পার্থ চট্টোপাধ্যায়ের । কিন্তু রুটির পরিবর্তে ভাত খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন পার্থ চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন: 'জাগো বাংলা'য় পার্থর নামের আগে সরল মহাসচিব বা মন্ত্রীর পরিচয়, কিসের ইঙ্গিত!

এ দিকে, পার্থর যখন ভাত জুটছে না, তখন ইডি হেফাজতে থাকা তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়েটে রয়েছে কাজু ও কিসমিস ৷ জানা গিয়েছে, তাঁর জন্য মঙ্গলবার বিকেলেই এসেছে কাজু, কিসমিস, পেস্তা,বাদাম । এর আগে তাঁকে রুটি, সবজি খেতে দেওয়া হয়েছিল । কিন্তু তা খেতে চাননি তিনি ।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের দফতরের কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ বানিয়ে সেখানেই চলছে জেরা পর্ব ।

Last Updated : Jul 27, 2022, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.