ETV Bharat / city

বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

author img

By

Published : Jul 5, 2021, 6:19 PM IST

Updated : Jul 5, 2021, 6:59 PM IST

আজ বিজেপির কলকাতা পুরনিগম ঘেরাও কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচি শান্তিপূর্ণ ছিল বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ ওই কর্মসূচিকে উত্তপ্ত করার দায় তিনি পুলিশের ঘাড়ে চাপালেন ৷

dilip ghosh claims that kolkata police create unrest situation to stop their rally
বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

কলকাতা, 5 জুলাই : ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মসূচি ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি সোমবার কলকাতায় তৈরি হল, তার দায় পুলিশের ঘাড়েই ঠেললেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর দাবি, বিজেপি এদিন করোনা প্রোটোকল মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিল ৷ কিন্তু পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে ৷

কয়েকদিন আগেই বিজেপির এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল ৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি ৷ যদিও এর জন্য পুলিশ তাদের কোনও অনুমতি দেয়নি ৷ তার পরও বিজেপি নেতা-কর্মীরা কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিল শুরু করে ৷

আরও পড়ুন : মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

সেন্ট্রাল অ্যাভিনিউতে তাদের মিছিল পুলিশ আটকায় ৷ তার পরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করে পুলিশ ৷ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ দিলীপ ঘোষের দাবি, আপাতত দু’জন কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷

বিজেপির এই কর্মসূচি ঘিরে গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল ৷ কারণ, করোনা পরিস্থিতিতে জমায়েত করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন উঠেছিল ৷ যদিও দিলীপ ঘোষের দাবি, এই ভ্যাকসিন কেলেঙ্কারির বিরোধিতা করার দরকার ছিল ৷ তাই মানুষের স্বার্থেই এই প্রতিবাদ করা হয়েছে ৷

আরও পড়ুন : সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছিলেন বাবা, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রণব-পুত্র

তাঁর বক্তব্য, করোনাবিধির কথা মাথায় রেখে ছোট আকারে এই কর্মসূচি আয়োজন করা হয় ৷ বিনা কারণে শান্তিপূর্ণ প্রতিবাদকে লাঠি চালিয়ে উত্তেজনা তৈরি করা হয়েছে ৷ হিংসা, অশান্তি করার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না ৷ যা হয়েছে পুলিশের জন্য হয়েছে ৷

এদিনের কর্মসূচিতে দিলীপ ঘোষ-সহ রাজ্যের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ৷ কয়েকজন বিধায়ক ও সাংসদও ছিলেন ৷ কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন না ৷ এমনকি, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁকেও দেখা যায়নি এই কর্মসূচিতে ৷

আরও পড়ুন : BJP-Shiv Sena relation : বিজেপি-শিবসেনার সম্পর্ককে আমির-কিরণের বন্ধুত্বের সঙ্গে তুলনা সঞ্জয় রাউতের

কেন তাঁরা এই কর্মসূচিতে যোগ দেননি, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে দিলীপ ঘোষকে ৷ তিনি জানিয়েছেন, এদিনের কর্মসূচিতে থাকার জন্য সকলকেই জানানো হয়েছিল ৷ কিন্তু অনেক বিধায়ক, সাংসদ থাকলেও অনেকে ছিলেন না ৷ যাঁরা থাকতে পারেননি ৷ তাঁরা অন্য কর্মসূচিতে ছিলেন ৷

Last Updated : Jul 5, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.