ETV Bharat / city

Cyber crime: শহরে ফের সাইবার প্রতারণা, সিআইএসএফ কর্মী সেজে ভিডিয়ো কলের মাধ্যমে টাকা লুট

author img

By

Published : Jul 11, 2022, 10:41 AM IST

শহরে ফের সাইবার প্রতারণার ঘটনা (CISF jawan dupes man)৷ সিআইএসএফ কর্মী সেজে ভিডিয়ো কলের মাধ্যমে বেলেঘাটার এক ব্যক্তির টাকা লুট করল প্রতারক (Fraudster impersonating as CISF)৷

cyber-crime-fraudster-impersonating-as-cisf-jawan-dupes-man
cyber-crime-fraudster-impersonating-as-cisf-jawan-dupes-man

কলকাতা, 11 জুলাই: শহরে ফের সাইবার প্রতারণা । প্রতারণা করতে এ বার প্রতারকরা সেজেছিল সিআইএসএফ কর্মী (Fraudster impersonating as CISF)।

পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার শুভাশিস চট্টোপাধ্যায় তাঁর ফ্ল্যাট ভাড়া দেবেন বলে সম্প্রতি একটি বিজ্ঞাপন দেন (CISF jawan dupes man)। অভিযোগ, সেই বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি ফোন করে শুভাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং নিজেকে সিআইএসএফ জওয়ান বলে পরিচয় দেন । ওই ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নেবেন বলে জানান । পাশাপাশি তিনি বলেন, কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে তিনি নিয়োজিত ৷ ফলে কলকাতা লাগোয়া একটি ফ্ল্যাট তিনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন । এরপর তিনি বলেন, ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য অগ্রিম টাকা তিনি মোবাইল ওয়ালেটের মাধ্যমে পাঠাবেন (Kolkata crime news)।

পুলিশ শুভাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই ব্যক্তি নিজেকে সিআইএসএফ কর্মী বলে পরিচয় দিয়ে জানিয়েছিলেন, যেহেতু তিনি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ফলে তিনি সরাসরি টাকা দিতে পারবেন না ৷ মোবাইল ওয়ালেটের মাধ্যমেই তিনি টাকা দেবেন । অ্যাকাউন্টস বিভাগের এক কর্মীর সঙ্গে তিনি শুভাশিসের পরিচয় করিয়ে দেন । অভিযোগ, তিনি শুভাশিসকে বলেন, যত টাকা ঘর ভাড়া সেই অংকের টাকা শুভাশিসকে ওয়ালেটের মাধ্যমে ওই অ্যাকাউন্টে পাঠাতে হবে । তারপরেই সেই সমপরিমাণ টাকা বাড়িওয়ালার অ্যাকাউন্টে রিফান্ড হিসেবে পাঠিয়ে দেওয়া হবে সিআইএসএফের তরফে ।

আরও পড়ুন: লেকটাউনে 4 কোটি টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

প্রথমে খানিকটা সন্দেহ হলেও যেহেতু সিআইএসএফ কর্মী বলে পরিচয় দেওয়া হয়েছিল, ফলে শুভাশিস 2 দফায় 22 হাজার টাকা পাঠিয়েছিলেন । তিনি জানিয়েছেন, বিশ্বাস অর্জনের জন্য বেশ কয়েকজন ব্যক্তি ভিডিয়ো কলের মাধ্যমে সিআইএসএফ-এর ইউনিফর্ম এবং আই কার্ড পরে তাঁর সঙ্গে কথা বলেছিলেন । কিন্তু টাকা পাঠানোর পর শুভাশিসের অ্যাকাউন্টে কোনও টাকা রিফান্ড হয়নি বলে অভিযোগ ।

এরপরে সেই নম্বরে বারবার ফোন করলেও ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ । ততক্ষণে শুভাশিস চট্টোপাধ্যায় বুঝে গিয়েছেন যে, তিনি সাইবার দস্যুদের খপ্পরে পড়েছেন । এরপরেই তিনি যোগাযোগ করেন বেলেঘাটা থানার সঙ্গে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ । এই ঘটনার সমান্তরাল তদন্ত করছেন লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.