ETV Bharat / city

Enamul Haque : গরু পাচারের মাথা এনামুলের জামিনের আবেদন নাকচ

author img

By

Published : Nov 11, 2021, 4:14 PM IST

গরু পাচার কাণ্ডের মাথা এনামুল হককে জামিন দিল না আদালত ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷

calcutta high court refused to give bail to Enamul Haque in cattle case
Enamul Haque : গরু পাচারের মাথা এনামুলের জামিনের আবেদন নাকচ

কলকাতা, 11 নভেম্বর : গরু পাচার চক্রের মাথা এনামুল হকের (Enamul Haque) জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ চলতি বছরের অগস্ট মাসে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এনামুল ৷ বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ 2018 সালে গরু পাচার কাণ্ডে এনামুলকে গ্রেফতার করা হলেও পরে তিনি ছাড়া পেয়ে যান ৷ এরপর ফের 2020 সালের নভেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সিবিআইয়ের চার্জশিট অসম্পূর্ণ, দাবি এনামুলের আইনজীবীর

এনামুলের গ্রেফতারির পর গত বছরের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই ৷ এনামুল হককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা ৷ আদালত সেই আবেদনে সম্মতিও দেয় ৷ ইতিমধ্যে গরু পাচারে যুক্ত থাকার অভিযোগে বিএসএফ আধিকারিক সতীশ কুমারকেও গ্রেফতার করা হয় ৷ গত বছরেরই 17 নভেম্বর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি ৷ পরে অবশ্য শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷

আরও পড়ুন : হিলি সীমান্তে সর্বেসর্বা এনামুল, শাসকদলের প্রভাব ?

এনামুলের যুক্তি হল, গরু পাচার কাণ্ডে ধৃত অন্য অভিযুক্তদের জামিন দেওয়া হলেও তাঁকে জেলে আটকে রাখা হচ্ছে ৷ এই মর্মেই এনামুল তাঁর জামিনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ৷ কিন্তু, এদিন আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.