ETV Bharat / city

WB Bypoll : উপ-নির্বাচনের জন্য রাজ্যে আসছে আরও 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : Oct 21, 2021, 7:24 PM IST

Updated : Oct 21, 2021, 7:53 PM IST

আগে ঠিক ছিল 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে ৷ এবার তার সঙ্গে আরও 12 কোম্পানি যুক্ত হল ৷ আগামী 30 অক্টোবর রাজ্যে উপ-নির্বাচন হবে মোট 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৷ তার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হয়েছে দিনহাটায় ৷

WB BY-POLL
West Bengal BY-Election

কলকাতা, 21 অক্টোবর : আসন্ন উপ-নির্বাচনের জন্য রাজ্যে আসতে চলেছে আরও 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । বৃহস্পতিবার এমনই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে । দিনহাটায় থাকবে 27 কোম্পানি, শান্তিপুরে 22, খড়দায় 20 এবং গোসাবায় 23 কোম্পানি মোতায়েন থাকবে । বিএসএফের পাশাপাশি সিআরপিএফ, সিআইএস‌এফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও থাকবেন । সদ্য সমাপ্ত দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচন ও ভবানীপুরের উপ-নির্বাচনের জন্য মোট 72 কোম্পানি বাহিনী মোতায়েন করেছিল কমিশন, যার মধ্যে শুধু ভবানীপুরেই মোতায়েন করা হয়েছিল 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

প্রথমে ঠিক ছিল, 30 অক্টোবর যে চার আসনে উপ-নির্বাচন হতে চলেছে তাতে মোট 80 কোম্পানি বাহিনী কাজে লাগানো হবে । তবে এবার রাজ্যে আরও 12 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে ৷ অর্থাৎ এবার মোট বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াল 92 কোম্পানি ।

তবে হঠাৎ করেই কেন বাড়তি বাহিনীর এই সিদ্ধান্ত তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । যদিও মনে করা হচ্ছে, বিজেপির অভিযোগের ভিত্তিতে ও উপ-নির্বাচনের দিন যাতে কোথাও কোনও রকম সুরক্ষার ঘাটতি না থাকে সেই জন্যেই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ।

আরও পড়ুন : Mamata Banerjee : বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলতি মাসেই গোয়া যেতে পারেন মমতা

Last Updated : Oct 21, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.