ETV Bharat / city

Abhishek to visit Alipurduar 9 ও 10 সেপ্টেম্বর আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক

author img

By

Published : Aug 17, 2022, 3:26 PM IST

Updated : Aug 17, 2022, 3:43 PM IST

আগামী 9 ও 10 সেপ্টেম্বর ডুয়ার্স তথা আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek to visit Alipurduar)৷ দু দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি (Abhishek Banerjee to visit Alipurduar)৷

Abhishek Banerjee to visit Alipurduar on 9th and 10th September
9 ও 10 সেপ্টেম্বর আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক

কলকাতা, 17 অগস্ট: নতুন তৃণমূল নিয়ে বিতর্কের মাঝেই এ বার উত্তরবঙ্গ সফরসূচি চূড়ান্ত করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek to visit Alipurduar)। দলীয় সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে, আগামী নয় এবং দশ সেপ্টেম্বর দুদিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সংসদ । কয়েকদিন আগে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, শীঘ্রই তিনি সংগঠনের সভা করতে আলিপুরদুয়ারে যাবেন (Abhishek Banerjee to visit Alipurduar)। জানা যাচ্ছে, সেই মতো তাঁর আলিপুরদুয়ার সফরের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে ফেলল দল ।

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে একদিন আলিপুরদুয়ার এবং অন্যদিন ডুয়ার্সের একটি জায়গায় সভা করতে পারেন তৃণমূলের দু'নম্বর এই নেতা । চলতি মাসের শুরুতেই আলিপুরদুয়ার জেলাকে নিয়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখনই আলোচনা হয়েছিল উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তুলতে নিজে আলিপুরদুয়ার যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখন এই সভার জন্য তারিখ চূড়ান্ত করা হয়নি । তবে আজ মোটের উপর সেই সভার জন্য একটা চূড়ান্ত তারিখ পাওয়া যাচ্ছে । কেন ডুয়ার্সের সভা সে প্রসঙ্গে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বিজেপি উত্তরবঙ্গে নির্বাচনের পরে একটা সামগ্রিক প্রভাব ধরে রাখতে সমর্থ হয়েছে । এই অবস্থায় লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টার্গেট করা হয়েছে উত্তরের এই জেলাগুলিকে ।

আরও পড়ুন: অনুব্রতেই আস্থা তৃণমূলের, শীঘ্রই বৈঠক করবেন অভিষেক

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নির্দিষ্ট সার্ভের ভিত্তিতে ব্লক স্তরের নেতৃত্বে বদল আনা হয়েছে । সেই জায়গা থেকে উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে । এই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই অভিষেক বলেছিলেন, আগামী 6 মাসের মধ্যে নতুন তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখতে পাবেন । বর্তমানে এই রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সে দিকে নজর থাকবে । আর তাই এই সফর আরও গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে ।

Last Updated : Aug 17, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.