ETV Bharat / city

দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্যপরীক্ষা, যান চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা

author img

By

Published : Feb 14, 2021, 2:32 PM IST

স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ রয়েছে দুর্গাপুর ব্যারেজের সেতু। শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত বারোটা পর্যন্ত সেতুর উপর বন্ধ রয়েছে যানচলাচল। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

durgapur barrage bridge closed for one day
দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্যপরীক্ষা, যান চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা

দুর্গাপুর, 14 ফেব্রুয়ারি: দুর্গাপুর ব্যারেজের সেতুর ধারণক্ষমতার পরীক্ষা। সেই কারণে শনিবার রাত বারোটা থেকে রবিবার রাত বারোটা পর্যন্ত সেই সেতুর উপর বন্ধ রয়েছে যানচলাচল। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের সংযোগকারী সেতু বন্ধ থাকায় তীব্র ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলছে যাতায়াত। নিত্যদিন দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে বহু পড়ুয়া এবং কর্মসূত্রে বহু মানুষের যাতায়াত। তাই সেতু বন্ধ থাকায় এরমকই অনেককে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাঁকুড়া থেকে পরীক্ষা দিতে এসে হয়রানির মুখে পড়েন পরীক্ষার্থীরা। 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘুর পথে আসতে হয়েছে দীর্ঘ সময় ধরে।

durgapur barrage bridge closed for one day
বন্ধ সেতু

বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মানুষেরা এক জায়গা থেকে অন্য জেলায় যেতে ফেরি ঘাটে নৌকা নিয়েও যাতায়াত করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.