ETV Bharat / business

Apple Retail Store in Delhi: 20 এপ্রিল দিল্লিতে স্টোর খুলছে অ্যাপল

author img

By

Published : Apr 11, 2023, 3:46 PM IST

খুশির খবর অ্যাপলের ডিভাইস প্রেমীদের জন্য ৷ অ্যাপেল তার দ্বিতীয় স্টোর খুলতে চলেছে ভারতে ৷ 20 এপ্রিল দিল্লিতে খুলবে সেই দোকান ৷ মুম্বইতে প্রথম স্টোর খুলবে 18 এপ্রিল ৷

Apple store
অ্যাপেল স্টোর

নয়াদিল্লি, 11 এপ্রিল: মুম্বইয়ের পর এবার দিল্লি ৷ আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি ভারতে তাদের দ্বিতীয় দোকান খুলতে চলেছে ৷ আগামী 20 এপ্রিল দিল্লিতে স্টোর খুলবে অ্যাপল ৷ এমনটাই মঙ্গলবার ওই সংস্থার তরফে জানানো হয়েছে । বিশ্বের বৃহত্তম মোবাইল ডিভাইস কোম্পানি ঘোষণা করেছে, মুম্বইতে তাদের স্টোর 18 এপ্রিল খুলবে । এই বিষয়ে কোম্পানি জানিয়েছে, অ্যাপল ভারতীয় গ্রাহকদের জন্য দরজা খুলবে ৷ দুটি দোকান খোলা হবে ৷ অ্যাপল বিকেসি নামে 18 এপ্রিল মুম্বইতে এবং 20 এপ্রিল দিল্লিতে অ্যাপল সাকেত নামে ৷ অ্যাপেল সাকেত দোকানে ব্যারিকেড কেমন হচ্ছে তা আজ সকালে প্রকাশ করা হয় ৷ তাতে একটি অনন্য নকশা রয়েছে ৷ যা দিল্লির অনেকগুলি গেট থেকে অনুপ্রেরণা নিয়ে করা হয়েছে ৷ অ্যাপল বলেছে, গেটগুলি প্রতিটি শহরের বহুতলের অতীততে সঙ্গে নিয়ে একটি নতুন অধ্যায়কে নির্দেশ করে ।

ভারতে প্রথম স্টোর খোলা উপলক্ষে অ্যাপল বিকেসি একটি বিশেষ ঘোষণা করেছে ৷ সেই ঘোষণা অনুযায়ী, অ্যাপলের জিনিসে থাকছে বিশেষ অফার ৷ সেটির নাম মুম্বই রাইজিং ৷ খোলার দিন থেকে শুরু করে গ্রীষ্মকাল পর্যন্ত চলবে অফারটি । দর্শক, স্থানীয় শিল্পী এবং সৃজনশীলদের একত্রিত করে এই সেশনগুলি অ্যাপলের পণ্য এবং পরিষেবাগুলির সঙ্গে হ্যান্ডস-অন অ্যাক্টিভিটিগুলি অফার করবে ৷ যা মুম্বইয়ের স্থানীয় সম্প্রদায় এবং সংস্কৃতিকে তুলে ধরবে ৷

সাইবার মিডিয়া রিসার্চ (সিএমআর) অনুসারে, অ্যাপল 2022 সালে তার শিপম্যানের পরিমাণ বছরে 17 শতাংশ বৃদ্ধির সঙ্গে ভারতে 4 শতাংশ শেয়ার বাজার দখল করেছে । ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপের সিএমআর প্রধান প্রভুরাম বলেছেন, "অফলাইন রিটেল ভারতে একটি গুরুত্বপূর্ণ টাচ পয়েন্ট ৷ বিশেষ করে বেশিরভাগ ভারতীয় গ্রাহক যারা তাদের ডিভাইস কেনার আগে বিবেচনা করতে চান ৷ তার জন্য আগে পণ্যগুলি স্পর্শ ও অনুভবের পাশাপাশি অন্বেষণ করে পছন্দ করা যাবে ।"

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.