ETV Bharat / briefs

Presidency Jail missing prisoner case : প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ বন্দি সংক্রান্ত মামলা, রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

author img

By

Published : Jan 21, 2022, 9:52 PM IST

প্রেসিডেন্সি জেল থেকে বন্দি পালানোর মামলায় জেলের তরফে জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট (Presidency Jail missing prisoner case) । নির্দেশ মতো সঠিক সিসিটিভি ফুটেজ জমা না পড়ায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত ।

Prisoner Missing from Presidency Jail
প্রেসিডেন্সি জেল থেকে বন্দি পালানো মামলা

কলকাতা, 21 জানুয়ারি : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি সংক্রান্ত মামলায় (Presidency Jail missing prisoner case) জেলে সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । কিন্তু জেলে তরফে শুক্রবার যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট । পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মতো সিসিটিভি ফুটেজ জমা করা হলেও সিসিটিভিতে সমস্যা থাকায় ফুটেজ উদ্ধার করতে পারেনি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ । সেই কারণে কলকাতা হাইকোর্ট অবিলম্বে সমস্ত নথি রাজ্যের এডভোকেট জেনারেলের অফিসে জমা করার নির্দেশ দিলেন আজ ।

বিচারপতি টিএসসি শিভাগননম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের এডভোকেট জেনারেলের থেকে ওই সমস্ত নথি নিয়ে ডিজিপি মর্যাদা সম্পন্ন একজন পদাধিকারীকে দিয়ে খতিয়ে দেখে সিলবন্দি খামে কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিয়েছেন আজ ।

গত 6 ডিসেম্বর বাগনান থানা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করেছিল বাগনান থানার পুলিশ । তাকে উলুবেড়িয়া আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় । 12 ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয় । 21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে । আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর তাকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি জেলে যায় তার পরিবার । কিন্তু পরিবারকে জানানো হয়, রঞ্জিত ভৌমিককে 21শে ডিসেম্বরই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এই কথায় বিস্মিত হয় রঞ্জিতের পরিবার । কী করে প্রয়োজনীয় নথি ছাড়া একজনকে ছেড়ে দেওয়া হল । এরপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিত ভৌমিকের ছেলে বুদ্ধদেব ভৌমিক । কিন্তু এখনও পর্যন্ত রঞ্জিতের খোঁজ না-পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা করেন তিনি ।

এর আগে মামলার শুনানিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করে কলকাতা হাইকোর্ট প্রেসিডেন্সি জেল সুপারকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত । সেই নির্দেশ মতো নথি জমা না-পড়ায় এদিন অসন্তোষ প্রকাশ করেছে আদালত ।

আরও পড়ুন : Calcutta High Court Orders : বন্দি মৃত্যু ও সংশোধনাগারগুলির পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.