ETV Bharat / bharat

VS Achuthanandan Birthday: 100 নট আউট! অচ্যুতানন্দনের জন্মদিনে মিষ্টি বিতরণ-কেক কেটে উৎসব অনুগামীদের

author img

By ANI

Published : Oct 20, 2023, 1:41 PM IST

VS Achuthanandan turns 100: সিপিএম নেতা তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনের বয়স হল 100 ৷ শুক্রবার শতায়ু এই সিপিএম নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন কেরালার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ৷ মিষ্টি বিলি অনুগামীদের ৷

VS Achuthanandan Birthday
VS Achuthanandan Birthday

তিরুঅনন্তপুরম, 20 অক্টোবর: ভিএস অচ্যুতানন্দনের ‘সেঞ্চুরি’ ৷ শুক্রবার তাঁর বয়স হল 100 বছর ৷ সেই উপলক্ষ্যে কেরালায় তাঁর অনুগামীরা কার্যত উৎসব পালন করছে ৷ মিষ্টি বিলি করা হচ্ছে ৷ কেক কাটাও হচ্ছে ৷ দক্ষিণ ভারতের ওই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে ইতিমধ্যে 101তম জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ৷

অচ্যুতানন্দন সিপিএম নেতা ৷ তিনি ছিলেন কেরালার একাদশতম মুখ্যমন্ত্রী ৷ তিনি তিনবার ওই রাজ্যের বিরোধী দলনেতাও হয়েছেন ৷ সিপিএমের রাজ্য সম্পাদক ছিলেন তিনবার ৷ সিপিএমের পলিটব্যুরোতে দীর্ঘদিন তিনি সদস্য ছিলেন ৷ বর্তমানে তিরুঅনন্তপুরম নিবাসী এই শতায়ু সিপিএম নেতা শ্রমিক আন্দোলনের মাধ্যমে রাজনীতির প্রচারের আলোয় আসেন ৷

মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি কেরালার ইদুক্কি জেলার মুন্নারে জমির দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেন ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক হয় ৷ পার্টিতে তিনি সমালোচিত হন ৷ তবে সাধারণ পার্টি কর্মী-সমর্থকরা অচ্যুতানন্দনের পাশে দাঁড়ান ৷ এই উচ্ছেদ অভিযানকে সমর্থন করেন ৷

ফলে দলের অন্দরে তাঁকে নিয়ে বিতর্ক থাকলেও সাধারণ কর্মী-সমর্থকদের বরাবরই তিনি জনপ্রিয় ৷ তাই এ দিন কেরালার সাধারণ সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে অচ্যুতানন্দনের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস সবচেয়ে বেশি ৷ কিন্তু বয়সজনিত শারীরিক অসুস্থতার জেরে হয়তো তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হবে না অনুগামীদের ৷

এদিকে কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিরোধী দলনেতা ভিডি সাথীসান এবং বিধায়ক ও অন্যরা ভিএস অচ্যুতানন্দনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাজ্যপাল আরিফ মহম্মদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দনকে তাঁর 100তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা । কেরালার জনগণের সঙ্গে আমিও প্রিয় এবং সম্মানিত জননেতার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করছি ৷’’

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দলের সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কেরালার ভোলবদলের কথা উল্লেখ করেছেন ৷ কেরালাকে বদলে দেওয়ার পিছনে অচ্যুতানন্দনের অবদান সবচেয়ে বেশি বলে তিনি জানিয়েছেন ৷

সোশাল মিডিয়ায় বিজয়ন লিখেছেন, ‘‘কমরেড ভিএস অচ্যুতানন্দনের জীবন আধুনিক কেরালার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে । কেরালাকে আজকের কেরালায় রূপান্তরিত করতে ভিএস-সহ নেতাদের ভূমিকা অনস্বীকার্য । তিনি আজীবন নিম্নবিত্ত মানুষের পাশে থেকেছেন । তাই, ভিএস-এর শতবর্ষ শুধু শ্রমিক আন্দোলন, প্রগতিশীল আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির জন্যই নয়, সমগ্র দেশের জন্য আনন্দ ও গর্বের দিন । কমরেড ভিএসকে জন্মদিনের শুভেচ্ছা ৷’’

আরও পড়ুন: ম্যাগসেসে পুরস্কার প্রত্যাখ্যান সিপিএম নেত্রী শৈলজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.