ETV Bharat / bharat

Girl attacked with blade ধূমপানে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে হামলা, লখনউয়ে রক্তাক্ত কিশোরী

author img

By

Published : Aug 17, 2022, 1:08 PM IST

Updated : Aug 17, 2022, 4:20 PM IST

ধূমপানে বাধা দেওয়ায় কিশোরীর উপর ব্লেড নিয়ে হামলা হল উত্তরপ্রদেশে (Girl attacked with blade)৷ জ্বালিয়ে দেওয়া হল তার বাইক ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন যুবককে ৷

UP Girl attacked with blade for objecting to smoking
ধূমপানে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে হামলা, লখনউয়ে রক্তাক্ত কিশোরী

লখনউ, 17 অগস্ট: ধূমপান করতে বাধা দেওয়ায় ব্লেড নিয়ে এক কিশোরীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে (Girl attacked with blade)৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে ৷ অভিযোগ, তাদের বাইকটিও জ্বালিয়ে দিয়েছে অভিযুক্তরা ৷ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা (UP news)৷

এফআইআর-এ লেখা হয়েছে, লখনউয়ের বৃন্দাবন যোজনা কলোনি এলাকার সেক্টর 5ইতে ওই কিশোরীর বাড়ি ৷ বাড়ির বাইরে দাঁড়িয়ে ধূমপান করছিল চার যুবক ৷ তখনই ওই কিশোরী ও তার পরিবার তাতে আপত্তি জানায় ৷ বাড়ির বাইরে দাঁড়িয়ে ধূমপান করতে বারণ করে তারা ৷ সেই সময় রেগে গিয়ে অভিযুক্তরা কিশোরীর পরিবারের উপর চড়াও হয় ৷ বাড়িতে পাথর ছুড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা ৷ সেই মুহূর্তে সেখান থেকে চলে গেলেও পরে রাত বাড়লে তারা ফের সেখানে ফিরে আসে ৷ অভিযোগ, সেই সময় তারা মদ্যপান করেছিল ৷

আরও পড়ুন: চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া উদ্ধার, গ্রেফতার নেপালের 3 বাসিন্দা

আক্রান্ত কিশোরীর দাদা জানিয়েছেন, "ওদের মধ্যে একজন ব্লেড বের করে আমার বোনের উপর হামলা চালায় ৷ বোনের হাতে আঘাত লাগে ৷ আমাদের বাইকটিকে টানতে টানতে বাড়ি থেকে বের করে জ্বালিয়ে দেয় ৷ এরপর ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় ৷"

ডিসিপি পূর্ব প্রাচী সিং জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ তাদের নাম সুমিত, বান্টি ও গৌরব ৷ অপর এক অভিযুক্ত অবনীশ পলাতক ৷

Last Updated : Aug 17, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.