ETV Bharat / bharat

Subramanian Swamy Tweets: জিডিপির তথ্য যাচাই করা দরকার, মোদির উলটো সুর স্বামীর

author img

By

Published : Jun 2, 2023, 10:03 AM IST

দেশের জিডিপি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে তাঁর দলেরই নেতা সুব্রহ্মণ্যম স্বামী এই জিডিপি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন ৷

ETV Bharat
সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি, 2 জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপরীত সুর শোনা গেল বিজেপি নেতার গলায় ৷ দেশের জিডিপি বৃদ্ধি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, অর্থনীতিবিদদের প্রত্যাশা ছাপিয়ে 2022-23 অর্থবর্ষে ভারতের জিডিপি বেড়ে হয়েছে 7.2 শতাংশ । এবার এই পরিসংখ্য়ান নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

তাঁর মতে এই পরিসংখ্যানের পক্ষে কোনও তথ্য়-প্রমাণ নেই ৷ মোদি সরকারের একাধিক আর্থিক নীতির সমালোচক হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত স্বামী ৷ বিভিন্ন সময়ে তাঁর একাধিক বক্তব্য বিজেপিকে অস্বস্তি ফেলেছে । সেই তালিকায় জিডিপির প্রসঙ্গও যুক্ত হল ৷ স্বামীর এই বক্তব্য যে বিরোধীদের নয়া হাতিয়ার দেবে তাতে কোনও সন্দেহ নেই ৷

  • The statistics relied on by Modi government to show a booming economy needs to be scrutinised since the data are nowhere available in print or certified by CSO. If any have a copy please send it to me so that I can given an objective analysis of the real GDP growth

    — Subramanian Swamy (@Swamy39) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার ভোরে টুইটারে স্বামী লেখেন, "আর্থিক উন্নয়নের প্রমাণ হিসেবে মোদি সরকার যে তথ্য-পরিসংখ্যান দিচ্ছে সেগুলি যাচাই করা দরকার ৷ কারণ কোন তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তা আমাদের জানা নেই ৷ এই পরিসংখ্যানটি যে ঠিক, তা প্রমাণ করতে পারে এমন কোনও নথি নেই ।" এছাড়া তিনি উল্লেখ করেন, সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস বা সিএসও এই তথ্যের বৈধতাকে স্বীকৃতি দেয়নি ৷ সামাজিক মাধ্যমে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন, জিডিপি বৃদ্ধির সপক্ষে কারও কাছে এই সংক্রান্ত কোনও নথি থাকলে, তা তাঁর কাছে পাঠান ৷ তাহলে তিনি এই তথ্য়-পরিসংখ্যান আদৌও ঠিক কি না, তা হিসেব কষে দেখতে পারেন ৷

উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির আমলে সুব্রহ্মণ্যম স্বামী দিল্লি আইআইটির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ৷ তবে শোনা যায়, কংগ্রেস এবং প্রধানমন্ত্রীর সমালোচনার কারণে তাঁকে চাকরি খোয়াতে হয় ৷ এ থেকেই তাঁর সঙ্গে গান্ধি পরিবারের সম্পর্কে চিড় ধরে ৷ তিনি কংগ্রেস-বিরোধী হিসেবে উঠে আসেন ৷ পরে রাজনীতিতেও যোগ দেন ৷ চন্দ্রশেখর সরকারের আমলে তিনি প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন ৷ এছাড়া দেশের পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷

আরও পড়ুন: আশাতীত আর্থিক বৃদ্ধির হার ইতিবাচক, মত বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.