ETV Bharat / bharat

Sharad Pawar: ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে সন্তোষজনক বললেন পাওয়ার

author img

By

Published : Jun 7, 2023, 12:21 PM IST

কুস্তিগীরদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে ৷ আর এই তদন্ত শুরু হওয়াকে সন্তোষজনক বললেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ বুধবার তিনি এই কথা বলেন ৷

Sharad Pawar
Sharad Pawar

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 7 জুন: যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে সন্তোষজনক বলে মনে করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির সুপ্রিমো শরদ পাওয়ার ৷ বুধবার তিনি সেই কথাই জানিয়েছেন ৷

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সরব দেশের বেশ কয়েকজন কুস্তিগীর৷ তাঁরা ধরনা প্রদর্শন করছেন ৷ তাঁরা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের গ্রেফতারির দাবিতে অনড় ৷ সেই বিষয়ে বুধবার বর্ষীয়ান এই মারাঠি রাজনীতিক জানান, কুস্তিগীররা ব্রিজ ভূষণের গ্রেফতারি চাইছেন ৷ অথচ সরকার বলছে যে আগে তদন্ত হোক, তার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তদন্ত যে শুরু হয়েছে, এটা সন্তোষজনক বিষয় ৷

প্রসঙ্গত, ব্রিজ ভূষণের বিরুদ্ধে কুস্তিগীররা কয়েকমাসে আগে প্রথমবার প্রতিবাদ করেন ৷ ধরনায় বসেন ৷ তখন সরকারি তরফে আলোচনার পর তাঁরা ধরনা তুলে নেন ৷ পরে গত এপ্রিলে তাঁরা আবার ধরনায় বসেন ৷ তাঁদের দাবি, সরকার ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি ৷

ব্রিজ ভূষণ অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি এই প্রতিবাদকে ‘ইমোশনাল ড্রামা’ বলে উল্লেখ করেছেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন আন্দোলনকারীরা ৷ মঙ্গলবার মধ্যরাতে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে কুস্তিগীরদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ৷

এদিকে এই ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ ৷ তারা এই ঘটনায় ব্রিজ ভূষণের কয়েকজন ঘনিষ্ঠ ও উত্তরপ্রদেশের গোন্ডায় তাঁর বাড়িতে কর্মরতদের বয়ান রেকর্ড করেছে ৷ যাঁরা ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাঁদের মধ্যে একজন নাবালিকা রয়েছেন ৷ ফলে ব্রিজ ভূষণের বিরুদ্ধে পসকো আইনেও অভিযোগ দায়ের হয়েছে ৷ এর আগে একবার দিল্লি পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করেছিলেন এই বিজেপি সাংসদ ৷ তার পর ফের তাঁকে বয়ান রেকর্ড করতে হয় পসকো আইনের ধারা যোগ হওয়ায় ৷

এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে ৷ প্রায় প্রত্যেকেই মোদি সরকারের বিরুদ্ধে ব্রিজ ভূষণকে আড়াল করার অভিযোগ করেছে ৷ তার মাঝে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধী হিসেবে পরিচিত শরদ পাওয়ারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: সাক্ষী-বজরংদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় কেন্দ্র, প্রস্তাব দিলেন অনুরাগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.