ETV Bharat / bharat

বিলকিস মামলায় দোষীদের আত্মসমপর্ণের বাড়তি সময় দিল না সুপ্রিম কোর্ট

author img

By PTI

Published : Jan 19, 2024, 1:42 PM IST

Updated : Jan 19, 2024, 2:34 PM IST

Bilkis Bano Case: বিলকিস বানোর গণধর্ষণ এবং তাঁর পরিবারের হত্যার মামলায় দোষীদের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত ৷ জানিয়ে দেওয়া হয়েছে, দোষীদের আত্মসমর্পণের জন্য বাড়তি সময় দেওয়ার কোনও অর্থ নেই ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 19 জানুয়ারি: ফের সুপ্রিম কোর্টে ধাক্কা বিলকিস বানো মামলায় দোষী 11 জনের ৷ আত্মসমর্পণের জন্য যে সময় অভিযুক্তরা চেয়েছিল, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ রায় দেওয়ার সময় শীর্ষ আদালত কারণ হিসেবে উল্লেখ্য করে, "11 জন দোষীর আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চাওয়ার কোনও যৌক্তিকতা নেই ৷" উল্লেখ্য, গত 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় গুজরাত সরকারের দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেয় ৷ সেই রায়ের পর গতকাল দোষীরা আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন করেছিল ৷

গুজরাত সরকারের সিদ্ধান্ত খারিজ করা বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চেই আজকের মামলার শুনানি ছিল ৷ যেখানে আদালতের তরফে মন্তব্য করা হয়, "আমরা সিনিয়র কাউন্সেল, আবেদনকারীদের কাউন্সেল এবং অপর পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছি ৷ এখানে আবেদনকারীরা আত্মসমর্পণ ও সংশোধনাগারে রিপোর্ট করার সময় পিছিয়ে দেওয়ার যে কারণ দেখিয়েছেন, তার কোনও যৌক্তিকতা নেই ৷ তাঁদের কারণগুলি কোনওভাবেই আমাদের দেওয়া নির্দেশ পালনে বাধা সৃষ্টি করবে না ৷ তাই বিবিধ আবেদন খারিজ করা হল ৷"

উল্লেখ্য, 2002 সালে গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোর গণধর্ষণ এবং পরিবারের হত্যা মামলায়, 11 জন বন্দিকে মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ যেখানে মহিলা সাংসদ, সমাজসেবী এবং সাংবাদিকরা মামলা করেছিলেন ৷ বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ সেই মামলার রায়ে মন্তব্য করে, "গুজরাত সরকার দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না ৷ তাদের এই অধিকার নেই ৷" গতবছর অক্টোবর মাসে শুনানি শেষে রায় ঘোষণা মুলতবি রাখে শীর্ষ আদালত ৷

সেই সময় বিচারপতি বি ভি নাগারত্ন মন্তব্য করেছিলেন, "গুজরাত নয়, মহারাষ্ট্র সরকার আদেশ (বন্দি বা বন্দিদের মুক্তি) দিতে সক্ষম ৷" উল্লেখ্য, গুজরাত সরকারের তরফে তাদের নির্দেশের স্বপক্ষে বলা হয়, 2022 সালে মে মাসে শীর্ষ আদালতের অন্য একটি বেঞ্চের রায়ের প্রেক্ষিতে, তারা সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছিল ৷ তাও দোষীরা 15 বছরের বেশি কারাদণ্ডের সাজা কাটিয়ে ফেলার পর ৷

Last Updated :Jan 19, 2024, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.