ETV Bharat / bharat

Sameer Wankhede Transfer : প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের নতুন পোস্টিং চেন্নাইয়ে

author img

By

Published : May 31, 2022, 10:26 AM IST

মাদক কারবারিদের হাতেনাতে ধরার জন্য তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন ৷ বিশেষত আরিয়ান খানের ড্রাগ মামলায় ৷ এবার সমীর ওয়াংখেড়েকে চেন্নাইতে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টোরেট-এ বদলি করা হল (Sameer Wankhede Transfer) ৷

Sameer Wankhede to take charge of DG Taxpayer Service Directorate
মুম্বই থেকে চেন্নাইতে সমীর ওয়াংখেড়ে

মুম্বই, 31 মে : বদলি করা হল বিতর্কিত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে ৷ সোমবার তাঁকে চেন্নাইয়ে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টোরেট-এ স্থানান্তরিত করা হয়েছে, জানিয়েছে সরকারি সূত্র ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান হিসেবে তিনি বহু মানুষকে গ্রেফতার করেছেন ৷ বাদ যায়নি বলি-তারকারা ৷ গত বছর অক্টোবরে ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালিয়ে মাদক রাখার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খান-সহ আরও অনেককে গ্রেফতার করেন তিনি (Sameer Wankhede transferred from DRI to DG Taxpayer Service Directorate in Chennai) ৷

সম্প্রতি এনসিবি ক্রুজ শিপ ড্রাগ মামলার চার্জশিট পেশ করে ৷ ক্লিন চিট পান আরিয়ান খান ৷ এদিকে কেন্দ্রীয় ড্রাগ তদন্তকারী সংস্থার গঠিত সিটের দাবি, ওয়াংখেড়ের যে তদন্ত করেছে, তাতে ত্রুটি ছিল ৷ এবছরের শুরুতে এনসিবি-র প্রধান হিসেবে মেয়াদ শেষ হয় সমীর ওয়াংখেড়ের ৷ 2008-এর আইআরএস আধিকারিককে চলতি বছরের প্রথম দিকেই মুম্বইয়ের ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স-এ (Directorate of Revenue Intelligence, DRI) পাঠানো হয় ৷

আরও পড়ুন : NCB Clean Chit to Aryan Khan : ড্রাগ মামলায় শাহরুখ পুত্রকে ক্লিনচিট এনসিবির

10 জুন থেকেই হয়তো প্রাক্তন এনসিবি কর্তা তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন ৷ আরিয়ান খানের গ্রেফতারির পর তিনি খবরের শিরোনামে আসেন ৷ তাঁকে ঘিরে নানাবিধ বিতর্ক তৈরি হয় ৷ এছাড়া তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক নিয়ে তদন্তের দায়িত্বে ছিলেন তিনি ৷ সেখানেও মুম্বই এনসিবি আঞ্চলিক ডিরেক্টরকে নিয়ে তোলপাড় হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.