ETV Bharat / bharat

Durga Puja-Rituparna Sengupta : মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় ঋতুপর্ণা

author img

By

Published : Oct 14, 2021, 8:12 AM IST

পুজোর মধ্যে মুম্বইতে শুটিংয়ের কাজে ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ৷ তার মধ্যেই সময় করে পৌঁছে গেলেন মুখোপাধ্যায় বাড়ির পুজোয় ৷

Durga Puja-Rituparna Sengupta
Durga Puja-Rituparna Sengupta

মুম্বই, 14 অক্টোবর : শুটিংয়ের কাজে এই মুহূর্তে মুম্বইয়ে টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) । মহাষ্টমীতেও সারাদিন শুটিংয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী । তবে কাজের মধ্যেও সময় করে মা দুর্গার দর্শন করলেন ৷ শুটিং শেষে সোজা চলে গেলেন মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় ৷

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণার কণ্ঠে প্রথম গানের ভিডিও অ্যালবাম 'ফুলমতি'। বাপ্পি লাহিড়ির সুরে, লিপির কথায় নিজের সঙ্গীত প্রতিভা মেলে ধরেছেন অভিনেত্রী ৷ ব্যাপক প্রশংসাও পেয়েছে তাঁর গান ৷ একের পর এক কাজও মুক্তির পথে । একই সঙ্গে চলছে বেশ কয়েকটি প্রজেক্ট । সেই সুবাদেই প্রায়ই শহরের বাইরে থাকতে হচ্ছে তাঁকে ৷ এই মুহূর্তে অভিনেত্রী তেমনই একটি কাজের সূত্রে রয়েছেন মুম্বইতে । মহাষ্টমীতে সারাদিন ব্যস্ত ছিলেন শুটিংয়ে ৷ প্যাকআপ হতেই ঋতুপর্ণা পৌঁছান মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় । মেতে ওঠেন উৎসবের আনন্দে ।

Durga Puja-Rituparna Sengupta
সর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী

পুজোর অনুষ্ঠানে গিয়ে এই প্যানডেমিক পরিস্থিতির প্রসঙ্গে টেনে সকলকে ভাল থাকার শুভেচ্ছা বার্তা দেন ঋতুপর্ণা । অভিনেত্রীর এদিন পরনে ছিল নীল, রানি এবং জাম রং কম্বিনেশনের ডিজাইনার শাড়ি । খোলা চুলে অভিনেত্রীকে বরাবরের মতোই দেখাচ্ছিল অপরূপা । পুজোবাড়িতে নন্দিতা পুরী এবং সর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে সেলফি সেশনে মেতে ওঠেন অভিনেত্রী ।

করোনা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে নানাবিধ সামাজিক ক্রিয়াকলাপে নিজেকে নিযুক্ত করেছেন ঋতুপর্ণা । সেকথা অজানা নয় কারও । সামাজিক কাজে তাঁর চলার গতিও বেশ দ্রুত । একই সঙ্গে ছবির কাজেও চূড়ান্ত ব্যস্ত তিনি ।

মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় অভিনেত্রী

আরও পড়ুন : Kajol : মহাসপ্তমীর সাজে মোহময়ী কাজল, বাড়ির পুজোয় শুরু হই-হুল্লোড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.