ETV Bharat / bharat

রেপো রেট আর রিভার্স রেপো রেট একই রাখল আরবিআই

author img

By

Published : Jun 4, 2021, 2:03 PM IST

করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশের অর্থনীতি ৷ তাকে চাঙ্গা করতে মনিটারি পলিসি কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠক শেষে দেশজুড়ে রেপো রেট আর রিভার্স রেপো রেট একই রাখার সিদ্ধান্ত ঘোষণা করল আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস ৷

রেট আর রিভার্স রেপো রেট একই রাখল আরবিআই
রেট আর রিভার্স রেপো রেট একই রাখল আরবিআই

মুম্বই, 4 জুন : দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে রেপো রেট 4 শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আরবিআই ৷ আর রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ব্যাঙ্কগুলির কাছ থেকে অর্থাৎ রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশে। বুধবার থেকে মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র তিন দিনের বৈঠক শেষে আজ এই ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস ৷

  • এই আর্থিক বছরে জিডিপি 9.5 শতাংশ বৃদ্ধির লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্কের ৷ কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের আগে এই বৃদ্ধি 10.5 শতাংশ হবে বলে ধারণা করা হয়েছিল ৷
  • এই সপ্তাহে সরকারের প্রকাশিত জিডিপি অনুযায়ী, 2020-21 আর্থিক বছরে অর্থনীতির সংকোচন হয়েছে 7.3 শতাংশ ৷ কিন্তু তাও কৃষিক্ষেত্রে আর্থিক বৃদ্ধি হয়েছে 3.6 শতাংশ, চাকরি ক্ষেত্রে 8.4 শতাংশ আর শিল্পক্ষেত্রে 7 শতাংশ ৷

আরও পড়ুন : মধ্যপ্রদেশে 3000 জুনিয়র ডাক্তারের পদত্যাগ, দাবি না মানা পর্যন্ত চলবে কর্মবিরতি

  • দেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে বর্ষার উপর ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছর বৃষ্টি স্বাভাবিক হবে, তাই শক্তিকান্তের আশা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ফিরতে পারে ৷ বিশ্ব অর্থনীতির পরিবর্তনও প্রভাবিত করবে দেশের আর্থিক পরিস্থিতিকে ৷
  • প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভি সুব্রামনিয়ামও জানিয়েছেন রাজ্যগুলি ধীরে ধীরে আনলক করছে আর ভ্যাকসিনেশন প্রক্রিয়াও শুরু হয়েছে, তাই অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে ৷
  • বাজারে শাক-সব্জির দাম কমেছে 4.29 শতাংশ ৷ গত তিন মাসে এটাই সবচেয়ে কম ৷
  • বর্তমান অর্থবর্ষের প্রথমার্ধে এই মূল্যবৃদ্ধির হার 2 থেকে 6 শতাংশে রাখার লক্ষ রয়েছে আরবিআই-এর ৷

গত বছরে কমানোর পর এবছরে ষষ্ঠতম বার আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট আর রিভার্স রেপো রেট একই রাখল ৷ এতে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, আর পাশাপাশি বাজারে নগদ জোগানও বাড়বে ৷

2020-র 22 মে শেষ আরবিআই তাদের অর্থনীতি পর্যালোচনা করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.