ETV Bharat / bharat

রাফালের অন্তর্ভুক্তি ঘুম কেড়েছে চিনের, দাবি ভারতীয় বায়ুসেনা প্রধানের

author img

By

Published : Feb 4, 2021, 2:58 PM IST

রাফালের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ভারতীয় বায়ুসেনার৷ আর তাতেই চিন্তা বেড়েছে পড়শি চিনের৷ পূর্ব লাদাখের কাছে সীমান্তে জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা৷ জানালেন ভারতের বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া৷

Rafale has caused worries in China's camp, says IAF Chief
রাফালের আগমনে সীমান্তে জে-20 যুদ্ধবিমান মোতায়েন চিনের

বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি : ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি ঘুম কেড়েছে চিনের ৷ দাবি বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়ার ৷ বৃহস্পতিবার তিনি জানান, ভারত-চিন সীমান্তে বেজিংকে যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ৷ প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধের প্রয়োজনীয় পরিকাঠামোও ৷ এই অবস্থায় ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ভারতের৷ আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে বেজিং ৷ লাল ফৌজের শক্তি বাড়াতে চিনা সেনা শিবিরগুলিতে জে-20 ফাইটার জেট মোতায়েন করেছে তারা৷

পরিস্থিতি প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেন, ‘‘দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে৷ আমরা প্রয়োজনমাফিক বাহিনী মোতায়েন করছি৷ আলোচনার টেবিলে কথা কত দূর, কীভাবে এগোয়, তার উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে ৷ সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হলে খুবই ভালো ৷ কিন্তু যদি তা না হয় বা পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে আমরা তারজন্য প্রস্তুত রয়েছি ৷’’

তবে কি লাদাখ সীমান্তে পিছু হটছে চিনা বাহিনী ? এই প্রসঙ্গে ভাদোরিয়া বলেন, ‘‘খুব সামান্য হলেও পিছু হটেছে লাল ফৌজ ৷ কিন্তু, একইসঙ্গে আকাশপথে হামলা চালানোর জন্য প্রস্তুতি আরও জোরদার করেছে তারা৷’’ চিনাবাহিনীর পরস্পর বিরোধী এই পদক্ষেপই ভাবাচ্ছে ভারতকে ৷

আরও পড়ুন: অ্যাপ নিষিদ্ধ করে ডব্লিউটিও-র নিয়ম ভাঙছে ভারত: চিন

ভারতীয় বায়ুসেনা প্রধান জানিয়েছেন, পূর্ব লাদাখের কাছে ভারত-চিন সীমান্তে জে-20 যুদ্ধবিমান এনে হাজির করেছে চিন ৷ যে মুহূর্তে ভারতের হাতে রাফাল এসে পৌঁছেছে, তারপরই এই পদক্ষেপ করতে হয়েছে বেজিংকে৷ ভারতের শক্তিবৃদ্ধিতে আশঙ্কিত হয়েই প্রতিবেশীর এই পদক্ষেপ বলে দাবি বায়ুসেনা প্রধানের৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.