ETV Bharat / bharat

BRICS Summit : এবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

author img

By

Published : Sep 6, 2021, 6:41 PM IST

15তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ যে বৈঠকে ব্রিকস’র সদস্য দেশগুলি ভার্চুয়ালি অংশ নেবে ৷ পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে অংশ নেবেন ৷

Prime Minister Narendra Modi will Chair the BRICS Summit on 9th September
15তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে (BRICS Summit) সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার অর্থাৎ, 9 সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন রয়েছে ৷ আজ এমনটাই জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক ৷ সোমবার মন্ত্রকের তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসানারো, চিনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা এই বৈঠকে অংশ নেবেন ৷ ব্রিকস সম্মেলনের এবারের থিম ‘‘ব্রিকস 15 : ইন্ট্রা-ব্রিকস কো-অপারেশন ফর কনটিনিউটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস ৷’’

এ নিয়ে দ্বিতীয়বার ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চিন এবং সাউথ আফ্রিকা) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্ব করবেন ৷ এর আগে 2016 সালে গোয়ায় আয়োজিত ব্রিকসের সম্মেলনে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছিলেন ৷ ব্রিকসের এটি 15তম সম্মেলন ৷ সূত্রের খবর, 9 সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অংশ নেবেন ৷ এমনকি নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি মার্কস ত্রয়োজো সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবে ৷

আরও পড়ুন : Panjshir : পঞ্জশির দখলের দাবি তালিবানের, পাল্টা টুইট সালেহ্ বাহিনীর

জানা গিয়েছে, সম্মেলনে ব্যাঙ্ককর্তা সদস্য দেশের প্রধানদের এ বছরের বিভিন্ন রিপোর্ট পেশ করবেন ৷ অন্যদিকে, ভারত এই সম্মেলনে সভাপতিত্বের জোরে মোট চারটি বিষয়কে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে ৷ যার অন্যতম বহুপাক্ষিক বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ৷ যা আফগানিস্তানের অচলাবস্থার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে ৷ আর সেই কারণেই হয়তো ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে অজিত ডোভাল উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

এর বাইরেও ব্রিকস’র পাঁচ সদস্য দেশের প্রধানরা করোনা অতিমারির জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতামত বিনিময় করবেন ৷ সেই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক এবং স্থানীয় সমস্যা নিয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হবে 15তম ব্রিকস সম্মেলনে ৷ গতবারের ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করেছিল রাশিয়া ৷ করোনা অতিমারির কারণে সেই সময় ভার্চুয়ালি এই বৈঠক আয়োজিত হয়েছিল ৷ যেখানে সভাপতিত্ব করেছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.