ETV Bharat / bharat

President Murmu Addresses Nation: রাষ্ট্রপতির ভাষণে জাতীয় শিক্ষানীতির প্রশংসা, মনে করালেন সংবিধানের গুরুত্ব

author img

By

Published : Aug 14, 2023, 11:02 PM IST

77তম স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় সোমবার জাতীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ দেশের অগ্রগতি ও সংবিধানের গুরুত্বের কথা তিনি তুলে ধরেন তাঁর বক্তব্যে ৷

ETV Bharat
রাষ্ট্রপতি

নয়াদিল্লি, 18 অগস্ট: দেশের 77তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোমবার তাঁর ভাষণে দেশের স্বাধানতা সংগ্রাম ও সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি, দেশের বর্তমান অগ্রগতির কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি ৷ মাতঙ্গিনী হাজরা, কণকলতা বড়ুয়ার কথাও এদিন উঠে আসে দ্রৌপদী মুর্মুর ভাষণে ৷ এদিন জাতীয় শিক্ষানীতিরও প্রশংসা করেন তিনি ৷

একনজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রপতির ভাষণের প্রধান 10টি বিষয়:

1. রাষ্ট্রপতি এদিন দেশের ঐতিহ্য ও সংবিধানের কথা তুলে ধরে বিবিধতার মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন ৷ মনে করিয়ে দিয়েছেন জাতি, ধর্ম, ভাষার ফারাক থাকলেও আমাদের প্রধান পরিচয়, আমরা আগে ভারতীয় ৷ এই দেশে আমাদের সকলের সমানাধিকার, সমান দায়িত্ব ও সমান সুযোগ রয়েছে ৷

2. এদিন নয়া জাতীয় শিক্ষানীতির প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ৷ জানিয়েছেন, এরফলে সামাজিক ক্ষমতায়ন ও পড়ুয়াদের শিক্ষার মান বাড়বে ৷ পাশাপাশি, এদিন সংবিধানকে প্রত্যেক দেশবাসীর অভিভাবক বলেও উল্লেখ করেন তিনি ৷ দেন সৌহার্দ্র ও সৌভাতৃত্বের বার্তা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

3. রাষ্ট্রপতির দাবি, বিশ্বের অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি একটি চিন্তার বিষয় হলেও ভারত সরকার ও আরবিআই এদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ৷ সরকার মূল্যবৃদ্ধি থেকে দেশ বাসীকে সুরাহা দিতে ও গরিবদের নিরাপত্তা দিতে সফল হয়েছে বলেও জানান তিনি ৷

4. এই বছর ভারত জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত ৷ সেই প্রসঙ্গও উঠে এসেছে রাষ্ট্রপতির ভাষণে ৷ তিনি আশা প্রকাশ করেছেন, ভারত এই আন্তর্জাতিক মঞ্চের মাধ্যমে নেতৃত্বদানের ক্ষমতা প্রমাণ করবে ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দেশের মতামত অন্য রাষ্ট্রগুলিকে পথ দেখাতে পারবে ৷

5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো'র প্রশংসা করে এদিন রাষ্ট্রপতি বিশেষ করে চন্দ্রযান-3 এর কথাও বলেন ৷

6. জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক ও মানব জীবনে এর প্রভাব নিয়েও এদিন চিন্তা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ৷ প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে এদিন আদিবাসী ও প্রকৃতির মধ্যে সুসম্পর্কের উদাহরণ টেনেছেন তিনি ৷

7. রাষ্ট্রপতি এদিন জানান, ভারত বর্তমানে অমৃতকালে আছে ৷ 2047 সালে যখন স্বাধীনতার 100 বছর পূর্তি হবে দেশ ততদিনে উন্নত দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে ৷ সেই লক্ষ্যে সকলদেশবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানান দ্রৌপদী মুর্মু ৷

8. এদিন তিনি আরও জানান, ভারত বর্তমানে বিশ্বমঞ্চে তার যোগ্যস্থান ফিরে পেয়েছে এবং বিশ্বমঞ্চে ভারতের আধিপত্য বাড়ছে ৷ রাষ্ট্রপতির কথায়, ভারত বর্তমানে উন্নয়ন ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷

আরও পড়ুন: অমৃত আজাদিতেও আদিবাসী সমাজে উপেক্ষিত 'নেহরুর বউ' বুধনি মেঝান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.