ETV Bharat / bharat

PM Modi Mother Heeraben: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত হীরাবেনের স্মরণে অনুষ্ঠান ভাদনগরে

author img

By

Published : Jan 1, 2023, 8:46 AM IST

Updated : Jan 1, 2023, 9:18 AM IST

মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের ৷ আজ, রবিবার গুজরাতে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (Prayer Meet for Heeraben Modi) ৷

PM Narendra Modi Mother
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা

আহমেদাবাদ, 1 জানুয়ারি: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন ৷ আজ, রবিবার গুজরাতের ভাদনাগরে তাঁর স্মরণে একটি প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে এই স্মরণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ৷

30 ডিসেম্বর, শুক্রবার, ভোর 3টে 30 মিনিট নাগাদ আমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন মোদি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 100 বছর ৷ বুধবার, 28 ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷

শুক্রবারই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন প্রধানমন্ত্রী৷ খবর পাওয়া মাত্র তিনি দিল্লি থেকে গুজরাতে চলে যান ৷ সকালে টুইট করে এই দুঃসংবাদ জানান ৷ তিনি লেখেন, "তাঁর (আমার মায়ের) 100তম জন্মদিনে তাঁর সঙ্গে যখন দেখা হল, তখন তিনি আমায় বলেছিলেন, 'মাথার ব্যবহার করে কাজ করো, পবিত্রতার সঙ্গে বাঁচো ৷'"

আরও পড়ুন: প্রয়াত হীরাবেন মোদি, ছবিতে ফিরে দেখা মা-ছেলের সম্পর্কের সাতকাহন

Last Updated : Jan 1, 2023, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.