ETV Bharat / bharat

অযোধ্যার মাটি-সরযূর জল দিয়ে তৈরি রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প, উন্মোচনে প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 1:24 PM IST

Updated : Jan 18, 2024, 3:34 PM IST

Ram Mandir Postage Stamps: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর চারদিন বাকি ৷ এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন

রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প উন্মোচন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর একের পর এক কর্মসূচি চলছে দেশজুড়ে ৷ রামজন্মভূমি ও রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবার স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার অযোধ্যায় রামমন্দির নিয়ে ছ'টি স্ট্যাম্প প্রকাশ করলেন তিনি ৷ এছাড়া বিশ্বের 20টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি ৷

শ্রী রাম জন্মভূমি মন্দির নিয়ে প্রকাশিত এই পোস্টাল স্ট্যাম্পে রামায়ণের মুখ্য চরিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে ৷ ভগবান রাম, ভগবান গণেশ, শ্রীরামজন্মভূমি মন্দির, রামায়ণের কাহিনি তুলে রয়েছে এই স্ট্যাম্পগুলিতে ৷ রয়েছে চতুষ্পদ 'মঙ্গল ভবন অমঙ্গল হরি', সরযূ নদী আর রামমন্দিরকে ঘিরে থাকা স্থাপত্য ৷

এই স্ট্যাম্প প্রকাশ অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তিনি বলেন, "পোস্টাল স্ট্যাম্প বিচার, ইতিহাস এবং ঐতিহাসিক ঘটনাগুলি পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ৷ আজ স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে ৷ এই টিকিটে রামমন্দিরের ছবি আছে, রামভক্তির ভাবনা আছে, আর মঙ্গল ভবন অমঙ্গল হরির মতো লোকপ্রিয় চৌপাইয়ের মাধ্যমে রাষ্ট্রের মঙ্গলের কামনা রয়েছে ৷ আমাদের পঞ্চভূতের যে দর্শন আছে, ভগবান রামের মাধ্যমে সেই দর্শনকে দেখানো হয়েছে ৷"

Six postal stamps on Ram Temple
রামমন্দিরের উপর প্রকাশিত পোস্টাল স্ট্যাম্প

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পোস্টাল স্ট্যাম্পে পঞ্চভূতের বা পৃথিবীর পাঁচটি মৌলিক উপাদান- আকাশ, বাতাস, আগুন, মাটি ও জলকে কথা জানানো হয়েছে ৷ অযোধ্যা থেকে সংগৃহীত মাটি, সরযূর জল আর চন্দন ব্যবহার করে এই স্ট্যাম্প তৈরি হয়েছে ৷ তাই এই স্ট্যাম্প থেকে চন্দনের সুবাস পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷ পাশাপাশি ভগবান রামকে কেন্দ্র করে বিভিন্ন দেশ যে স্ট্যাম্প কভার প্রকাশ করেছে, তার একটি সংগ্রহও প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ 48 পৃষ্ঠার এই বইতে বিশ্বের 20টি দেশের স্ট্যাম্প আছে ৷ এর মধ্যে রয়েছে আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কাম্বোডিয়া এবং রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন ৷

আরও পড়ুন:

  1. রামমন্দির উদ্বোধনের আবহে ‘লতা দিদি’কে মনে পড়ছে প্রধানমন্ত্রীর
  2. লক্ষ্মীবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি
  3. নিজামের শহর থেকে রামরাজ্যে যাচ্ছে 1265 কেজি'র লাড্ডু, দেখুন ভিডিয়ো
Last Updated : Jan 18, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.