ETV Bharat / bharat

Bengaluru New Metro Line: বেঙ্গালুরুতে নয়া মেট্রোপথের সূচনা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Mar 25, 2023, 4:10 PM IST

শনিবার বেঙ্গালুরুতে নতুন মেট্রো লাইনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এই পথে রয়েছে 12টি মেট্রো স্টেশন ৷

Etv Bharat
মেট্রো সফরে প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, 25 মার্চ: নতুন মেট্রো লাইন পেল বেঙ্গালুরু ৷ শনিবার 13.71 কিমি দীর্ঘ হোয়াইটফিল্ড (কাদুগোদি)-কৃষ্ণারাজাপুরাম মেট্রো লাইনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রায় 4 হাজার 249 কোটি টাকা ব্যয়ে নির্মিত নয়া এই মেট্রোপথে 12টি স্টেশন রয়েছে (PM inaugurates new Metro Line in Bengaluru) ৷

এদিন এই নতুন রুটে মেট্রো পরিষেবার সূচনার পর তাতে সফরও করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই যাত্রাপথে নরেন্দ্র মোদি কথা বলেন বেঙ্গালুরু মেট্রোর কর্মী, নির্মাণ শ্রমিক ও পড়ুয়াদের সঙ্গে ৷ এদিন আর পাঁচজন সাধারণ যাত্রীর মতোই মেট্রো স্টেশনের প্রবেশ পথ দিয়ে ঢুকে মেট্রোয় ওঠেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলত, রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই প্রমুখ (PM Modi rides on metro)৷

বেঙ্গালুরু মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রোর পার্পল লাইনের এই অংশ শহরের পূর্বপ্রান্তকে সংযুক্ত করবে ৷ মেট্রোর এই অংশে আরও কিছু অংশের কাজ এখনও চলছে ৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি এদিন এই রুটের সূচনা হওয়ার পর যাতায়াতের সময় প্রায় 40 শতাংশ কমবে, এড়ানো যাবে যানজটও (Bengaluru Metro Line) ৷

আরও পড়ুন: প্রতারণায় অভিযুক্ত হয়ে গ্রেফতার ছেলে, পদ ছাড়লেন আধিকারিক

এদিন বেঙ্গালুরু মেট্রোর এই নথের সূচনার ফলে উপকৃত হবেন 5 থেকে 6 লক্ষ যাত্রী ৷ যাতায়াতে সুবিধা হবে আইটি কর্মী, হাসপাতাল কর্মী, কারখানার শ্রমিকদের ৷ এই রুটে বিইএমএল-এর তৈরি কোচ দ্বারা পরিষেবা প্রদান করা হবে ৷ 6টি কোচ বিশিষ্ট মোট 5টি মেট্রো ছুটবে এই পথে ৷ এছাড়াও অতিরিক্ত পরিষেবার জন্য আরও কিছু ট্রেন হাতে রাখা হচ্ছে ৷ উদ্বোধনের পর মেট্রো সফরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাসিমুখে কথা বলতে দেখা যায় মেট্রো কর্মী, নির্মাণ কর্মী ও পড়ুয়াদের সঙ্গে ৷

আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে 124 জনের নামের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.