ETV Bharat / bharat

Seema Haider Health: হঠাৎই অসুস্থ সীমা হায়দার, নয়ডায় প্রেমিকের বাড়িতেই চলছে চিকিৎসা

author img

By

Published : Jul 22, 2023, 3:40 PM IST

Pakistani Woman Seema Haider Health Condition Deteriorated: পাকিস্তান থেকে আসা সীমা হায়দারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । শুক্রবারও তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন৷ তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শনিবার বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷

Seema Haider Health
Seema Haider Health

নয়াদিল্লি ও গ্রেটার নয়ডা, 22 জুলাই: অসুস্থ হয়ে পড়েছেন সীমা গোলাম হায়দার ৷ গ্রেটার নয়ডার রাবুপুরায় তিনি যে বাড়িতে থাকেন, সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে ৷ অত্যন্ত গরমের কারণেই শনিবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

অনলাইন গেমসে খেলতে গিয়ে উত্তরপ্রদেশের যুবক সচিন মীনার সঙ্গে পরিচয় হয় ৷ প্রেমের টানেই পাকিস্তান থেকে তিনি ভারতে চলে এসেছেন ৷ অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে তাঁকে গ্রেফতার করা হয় ৷ জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর তাই সীমাকে নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ তার উপর তাঁর আচরণও স্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যে তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস জিজ্ঞাসাবাদ করেছে ৷ তিনি পাক গুপ্তচর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: পাকিস্তানে পাঠানোর আগে সীমাকে সাজিয়ে দিচ্ছেন সচিন ? ভাইরাল ভিডিয়ো

অসুস্থ সীমা হায়দার: গ্রেটার নয়ডার রাবুপুরায় সচিন মীনার বাড়িতে দিনভর মিডিয়ার ভিড় লেগেই থাকে ৷ শুক্রবারও ছিল ৷ প্রচণ্ডে গরমে সাক্ষাৎকার দিতে দিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে বাড়ির লোকেরা জানিয়েছেন ৷ সেই কারণে তাঁর চিকিৎসার প্রয়োজন পড়ে ৷ তবে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়নি ৷ কিন্তু শনিবার বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷ সেই কারণে এ দিন তাঁর সঙ্গে মিডিয়ার কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ৷

সীমা শুক্রবার জানিয়েছিলেন, কোনও মূল্যেই তিনি পাকিস্তানে যাবেন না । নেপালে সচিনের বিয়ের ছবিও মিডিয়ার সামনে তুলে ধরেন তিনি । তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তাঁর আইনজীবীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ।

ভিসার না পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ: সীমা সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ সীমার দাবি, তিনি কোনও জাল কাগজপত্র তৈরি করেননি । ভারতে আসার কোনও ভিসা ছিল না, তাই তাঁকে অবৈধভাবে ভারতে আসতে হয়েছে । এটিএসকে তিনি তা জানিয়েছেন । অন্যদিকে, পুলিশ এখনও চার্জশিট দাখিল করেনি ৷ শীঘ্রই পুলিশ এই মামলার চার্জশিটও আদালতে জমা দেবে ৷ তার পরেই জানা যাবে সীমা গোলাম হায়দার গুপ্তচর নাকি সচিনের প্রতি সত্য়িই ভালোবাসার কারণে ভারতে এসেছেন ।

আরও পড়ুন: প্রেমের শুরু কাঠমাণ্ডুতে ! সীমা-সচিন বিতর্কে নয়া মোড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.